কুচো নিমকি (Nimki Recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

কুচো নিমকি (Nimki Recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপময়দা
  2. ১/২ চা চামচজোয়ান
  3. ১/২ চা চামচকালো জিরে
  4. ১ টেবিল চামচময়ানের জন্য তেল
  5. ১/২ চা চামচনুন
  6. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  7. পরিমান মতোভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি বাটিতে ময়দা, জোয়ান,কালো জিরে, নুন, লঙ্কা গুঁড়ো, তেল দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে।

  2. 2

    এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা টা ভালো ভাবে মেখে নিতে হবে।

  3. 3

    ময়দা মাখা হয়ে গেলে একটা হালকা ভিজে সুতির কাপড় দিয়ে ময়দার ডো টা ঢেকে রাখতে হবে ২০মিনিট মতো।

  4. 4

    একটা করায়ে পরিমান মতো তেল নিয়ে গরম করতে দিতে হবে।২০মিনিট হয়ে গেলে ডো থেকে লেচি কেটে নিয়ে রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে।

  5. 5

    একটা ছুরির সাহায্যে নিমকি সেপে কেটে নিতে হবে। তেল গরম হলে নিমকি গুলো একটা একটা করে দিয়ে সব ভেজে নিতে হবে। ডুবো তেলে।

  6. 6

    লাল হয়ে এলে তুলে নিলেয় তৈরি কুচো নিমকি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes