চিকেন বিরিয়ানি (Chicken biriyani recipe in Bengali)

Sunny Chakrabarty
Sunny Chakrabarty @cook_22015428

চিকেন বিরিয়ানি (Chicken biriyani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামচাল
  2. 500 গ্রাম চিকেন
  3. 2টেবিল চামচ টক দই।
  4. 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  5. 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো
  6. পরিমাণ মতো বিরিয়ানি মসলা
  7. 1 টুকরোদারচিনি
  8. 2টো ছোট এলাচ
  9. 2 টিবড়এ লাচ
  10. স্বাদ অনুযায়ীগোটা গোলমরিচ
  11. 2 টোলবঙ্গ
  12. 1 টাতেজপাতা
  13. 1 চা চামচআদা বাটা
  14. 1 চা চামচরসুন বাটা
  15. 2 টামাঝারি সাইজের পেঁয়াজ কুচি
  16. 3টেবিল চামচ রিফাইন অয়েল
  17. স্বাদ অনুযায়ীনুন
  18. 3টেবিল চামচ দুধ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেনের টুকরোগুলোকে প্রথমে টকদই লাল মরিচের গুঁড়া,গোলমরিচের গুঁড়া আদা এবং রসুন বাটা,1চামচ বিরিয়ানি মসলা পরিমাণমতো নুন দিয়ে ম্যারিনেট করে অন্তত দু ঘণ্টা রাখতে হবে।

  2. 2

    চাল জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে অন্তত 1/2 ঘণ্টা রাখতে হবে।

  3. 3

    আলু কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে দুটো পেঁয়াজ কুচিয়ে রাখতে হবে।

  4. 4

    হাড়িতে জল বসিয়ে তার মধ্যে প্রথমেই নুন তেজপাতা গোলমরিচ লবঙ্গ এলাচ বড় এলাচ যাই ফল দিয়ে জলটা গরম করতে হবে ।ফুটে উঠলে ভিজিয়ে রাখা চাল ছাড়তে হবেআধখানা পাতিলেবুর দিতে হবে।চাল মোটামুটি সেদ্ধ হয়ে এলে নামিয়ে জল ঝরিয়ে ফেলতে হবে।

  5. 5

    একটা প্যনে 3 টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ গুলোকে ভেজে তুলে রাখতে হবে। ওই তেলে আলুগুলো
    ভেজে তুলতে হবে। এরপর তেলের মধ্যে আবার তেজপাতা লবঙ্গ দারচিনি ছোট এলাচ বড় এলাচ জায়ফল ফোড়নদিতে হবে, গন্ধ ছাড়লে ম্যারিনেট করা মাংস আলু গুলো দিয়ে 5 মিনিট কষাতে হবেএরপর দুই কাপ গরম জল 1 টেবিল-চামচ কেওরার জল 1 টেবিল চামচ গোলাপজল দিয়ে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে দিতে হবে।

  6. 6

    মাংস সেদ্ধ হয়ে গেলে পর মাংস আলু গুলোকে একটা পাত্রে তুলে রাখতে হবে। আর পাত্রের ঝোলের উপরকার তেল চামচ দিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে।

  7. 7

    বিরিয়ানির হাঁড়িতে প্রথমে মাংসের ঝোলটা দিতে হবে ঝোলের মধ্যে এক চামচ বিরিয়ানি মসলা অর্ধেক পাতিলেবুর রস দিতে হবে ।এবার তার উপরে এবার ভাতের লেয়ার দিতে হবে,ভাতের ওপরে পেঁয়াজ ভাজা,মাংস সাজিয়ে দিতে হবে,তার ওপরে অল্প চিমটি পরিমাণ বিরিয়ানি মসলা দিতে হবে। এইভাবে দুটো থেকে তিনটে লেয়ার করা যেতে পারে। সবথেকে উপরে এবার আলু গুলো কে সাজিয়ে দিতে হবে তার উপরে পেঁয়াজ সাজাতে হবে।

  8. 8

    একটা পাত্রে দুধের মধ্যে কেশর তার,আর এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপজল মিঠা আতর,মিশিয়ে রাখতে হবে। বিরিয়ানি লেয়ার সাজানো হয়ে গেলে পর উপর থেকে প্রথমে আলাদা করে রাখা তেলটা‌ ছড়িয়ে দিতে হবে তারপর দুধে ভেজানো কেশর,গোলাপ জল,কেওড়া জল মিঠা আতরটা ছড়িয়ে দিতে হবে।

  9. 9

    গ্যসে আঁচেএকটা লোহার তাওয়া বসিয়ে তার উপর বিরিয়ানির হাঁড়িটাবসাতে হবে। হাড়ির মুখটা আটা দিয়ে সিল করে দেওয়া যেতে পারে অথবা ফয়েল দিয়ে মুখটা ভালো করে আটকে দেওয়া যেতে পারে ।এবার কম আঁচে কুড়ি মিনিট রান্না হতে দিতে হবে। রান্না হয়ে গেলে 5 মিনিট পর ঢাকনা খুলতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunny Chakrabarty
Sunny Chakrabarty @cook_22015428

মন্তব্যগুলি

Similar Recipes