লাউয়ের কোপ্তা

Poni Ghosh
Poni Ghosh @cook_6053723

#রান্নাবান্না

লাউয়ের কোপ্তা

#রান্নাবান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
4 জনের জন্য
  1. 1.5 কাপ কোরানো লাউ
  2. 5 tspবড় চামচ বেসন
  3. 2 চামচচালের গুঁড়ো
  4. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  5. 2-3টে কাঁচালঙ্কা কুচি করা
  6. 2 টো মাঝারি পেঁয়াজ মিহি করে কুচিয়ে করা
  7. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য তেল
  8. স্বাদমতো নুন
  9. 2 টো মাঝারি টমেটো
  10. 1/2 চা চামচ জিরে
  11. 1/2 চা চামচ আদা রসুন পেস্ট
  12. 1চা চামচধনে গুঁড়ো
  13. 1 চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  14. 1 চা চামচকাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  15. 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো
  16. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    প্রথম এই লাউগুলোকে কুরিয়ে ভালো করে চেপে জল বার করে দিতে হবে। জলটা পরে ঝোল বানানোর জন্য রেখে দিতে হবে

  2. 2

    একটা বাটিতে কোরানো লাউ তার মধ্যে বেসন চালের গুঁড়ো হলুদ গুঁড়া আদা রসুন পেস্ট আর মিহি করে কুচিয়ে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কার নুন দিয়ে মেশাতে হবে।

  3. 3

    মিশ্রন গুলো ভালো করে মেখে নিতে হবে। হাতে একটু তেল মেখে বলের আকারে গড়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে।

  4. 4

    প্যানে তেল গরম করে ওই বলগুলোকে ডিপ ফ্রাই করতে হবে যতক্ষণ না লাল হয়।

  5. 5

    ঝোল বানানোর জন্য অন্য প্যানে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিতে হবে

  6. 6

    পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে। টমেটো পেস্ট যোগ করতে হবে।

  7. 7

    মসলা ভালো করে কষা হয়ে গেলে জিরেগুঁড়ো ধনেগুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ মিশিয়ে ভালো করে মসলা করতে হবে আবার।

  8. 8

    এবার লাউ গ্রেট করার পর যে জলটা বেরিয়েছিল সেই জল আরো কিছু জল ওই মসলার উপর দিতে হবে।

  9. 9

    ৩-৪ মিনিট ফুটতে দিতে হবে

  10. 10

    এবার ভেজে রাখা কোপ্তা বলগুলো গ্রেভির মধ্যে দিতে হবে।

  11. 11

    ৫ মিনিট রান্না হলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Poni Ghosh
Poni Ghosh @cook_6053723

মন্তব্যগুলি

Similar Recipes