ছানার কোপ্তা কারি

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

#রান্না বান্না

ছানার কোপ্তা কারি

#রান্না বান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

পচিশ মিনিট
দুইজন
  1. 1/2 কাপছানা
  2. 2টেবিল চামচ ময়দা
  3. 1টেবিল চামচ চালের গুঁড়ো
  4. স্বাদমতো নুন
  5. 2চা চামচ হলুদ গুঁড়ো
  6. 1চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. 1চা চামচ গরম মশলা গুঁড়ো
  8. 1 টেবিল চামচ টমেটো পেস্ট
  9. 3 চা চামচ কাজুবাটা
  10. 3চা চামচ চার মগজ বাটা
  11. 3চা চামচ সাদা তিল বাটা
  12. 1চা চামচ গোটা জিরে
  13. 4টেবিল-চামচ তেল
  14. 1/2টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

পচিশ মিনিট
  1. 1

    ছানা, ময়দা, চালের গুঁড়ো ভালো করে মাখতে হবে, নুন হলুদ গুঁড়ো মেশাতে হবে।

  2. 2

    ছোট ছোট বলের মত করে ভাজতে হবে।

  3. 3

    কড়াইতে তেল দিয়ে গোটা জিরে দিতে হবে, কাজু, সাদা তিল, চার মগজ বাটা দিয়ে কষাতে হবে।

  4. 4

    টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে কষাতে হবে।

  5. 5

    কষানো হলে পরিমাণমতো জল দিতে হবে, নুন দিতে হবে।

  6. 6

    ফুটলে কোপ্তা গুলো দিতে হবে

  7. 7

    মাখা মাখা হলে গরম মশলার গুঁড়ো ও ঘি দিয়ে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

মন্তব্যগুলি

Similar Recipes