ছোট আলুরদম (choto alur dum recipe in Bengali)

Mithi Debparna
Mithi Debparna @cook_16002390

ছোট আলুরদম (choto alur dum recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্রাম ছোট আলু
  2. ১/২ চা চামচ গোটা জিরে
  3. ১ চিমটি হিং
  4. ১ টাটমেটো
  5. ১ ইঞ্চি আদার টুকরো
  6. ২ টোকাঁচা লংকা
  7. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  9. ১/২চা চামচ লাল লংকা গুঁড়ো
  10. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  11. ২ টেবিল চামচ তেল
  12. পরিমাণ মতো নুন
  13. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আলু গুলো নুন মাখিয়ে কুকারে দিয়ে দুটো সিটি দিতে হবে। এবার মিক্সি তে আদা কাচালংকা আর টমেটো টা দিয়ে পেস্ট করে নিতে হবে। কড়াই তে তেল দিয়ে গোটা জিরে ও হিং দিতে হবে। ফোড়ন দিয়ে ভালো গন্ধ বেরোলে বানানো পেস্ট টা দিয়ে ৫-৬ মিনিট নাড়াচাড়া করতে হবে।

  2. 2

    এবার এতে সব গুড়ো মশলা দিয়ে এক্টু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।এবার এতে সেদ্ধ আলু গুলো দিয়ে মসলার সাথে মাখিয়ে নিতে হবে।

  3. 3

    এবার একটু নুন দিয়ে নড়াচড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।

  4. 4

    জল শুকিয়ে গা মাখা হলে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mithi Debparna
Mithi Debparna @cook_16002390

মন্তব্যগুলি

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Darun 💕💕❤❤👍👍
Amar recipe bhalo lagle comments and onushoron plz

Similar Recipes