নারকেলের খাস্তা কচুরি (narkeler khasta kachuri recipe in Bengali)

Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

নারকেলের খাস্তা কচুরি (narkeler khasta kachuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ বাটি নারকেল কোরা
  2. ২ কাপ ময়দা
  3. ২ টেবিল চামচ সাদা তেল ময়ানের জন্য
  4. ১/২ চা চামচ করে কালো জিরে ও জোয়ান
  5. ১/২ চা চামচ করে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো
  6. ১/২ চা চামচ শুকনো লাল লঙ্কা গুঁড়ো
  7. ১/২ চা চামচ আদা কোরা
  8. ১/২ টেবিল চামচ ছোলার ছাতু
  9. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল বা বনস্পতি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পুর তৈরির জন্য ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে কালো জিরে ও জোয়ান ফোড়ন দিন। ফোরনের গন্ধ এলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও আদা কোরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন।

  2. 2

    এবার মশলার মিশ্রণে কোরানো নারকেল দিয়ে একটু ভেজে নিন। পরিমাণ মত নুন, স্বাদ অনুযায়ী চিনি, লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণে ছোলার ছাতু দিয়ে ভালো করে মিশিয়ে নিন ও নেড়ে চেড়ে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।

  3. 3

    এবার একটি পাত্রে ময়দা, নুন, চিনি ও সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ময়দাতে অল্প অল্প জল দিয়ে মেখে একটি ডো তৈরি করুন ও সাদা তেল মাখিয়ে ১০ মিনিট রাখুন।

  4. 4

    ডো থেকে রুটির লেচির মত কেটে নিন ও বাটির মত করে নারকেলের পুর ভরে মুখ বন্ধ করুন। এবার ওই পুর ভরা লেচি টি হাত দিয়ে চেপে খাস্তা কচুরীর আকার দিন।

  5. 5

    সাদা তেল বা বনস্পতিতে ঢিমে আঁচে ভাজুন ও টমেটো সস সহযোগে পরিবেশন করুন নারকেলের খাস্তা কচুরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

মন্তব্যগুলি

Similar Recipes