খাস্তা কচুরি (khasta kachori recipe in Bengali)

Rumjhum Mukherjee
Rumjhum Mukherjee @cook_20228606

খাস্তা কচুরি (khasta kachori recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ময়দার জন্য:-
  2. ২ কাপ ময়দা
  3. ১/৪ কাপ রিফাইন ওয়েল
  4. স্বাদ অনুযায়ীনুন
  5. প্রয়োজন অনুযায়ী ঈষদুষ্ণ জল
  6. পুরের জন্য:-
  7. ১ কাপ ছাতু
  8. ১ টেবিল চামচ সরষের তেল
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. ২ টেবিল চামচ আচারের তেল
  11. ১/২ চা চামচ কালো জিরে
  12. ১ টা বড় পেঁয়াজ কুঁচি করে কাটা
  13. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  14. প্রয়োজন অনুযায়ীকচুরি ভাজার জন্য রিফাইন অয়েল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি পাত্রে ময়দা, তেল এবং নুন নিয়ে হালকা গরম জল দিয়ে ভালো করে ময়দা মেখে নিতে হবে। এরপর কুড়ি মিনিট ঢেকে রেখে দিতে হবে মাখা ময়দাটা।

  2. 2

    একটা পাত্রে ছাতু এবং ছাতুর সমস্ত উপকরণ দিয়ে পুর বানিয়ে নিতে হবে। প্রয়োজন হলে অল্প জল মেশাতে পারেন।

  3. 3

    এবার ময়দা থেকে লেচি কেটে নিতে হবে। তারপর তারপর লেচি টাকে বাটির মতো করে ভেতরে ছাতুর পুর দিতে হবে। পুর দিয়ে চারপাশ থেকে ভালো করে বন্ধ করে নিতে হবে যেন কোন দিক থেকে কোন ফাটা না থাকে।

  4. 4

    সব লেচিতে পুর ভরা হয়ে গেলে হাত দিয়ে লেচি গুলোকে চ্যাপ্টা করে দিতে হবে। এখানে বেলনার সঙ্গেও বেলা যেতে পারে তবে আমি হাত দিয়েই করেছি।

  5. 5

    কড়াইতে তেল গরম করতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে তেল যেন বেশি গরম না হয়। তারপর একে একে কচুরি গুলো একদম অল্প আঁচে লাল করে ভেজে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumjhum Mukherjee
Rumjhum Mukherjee @cook_20228606

Similar Recipes