খাস্তা ঠেকুয়া(Khasta Thekua recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

বিহার স্পেশাল রেসিপি

যদিও আমি বাঙালি, তবুও খেতে তো সকলের-ই মন চায়। আমার মেয়ের খুব প্রিয় এই পেকুয়া তাই ছট্ পূজোকে কেন্দ্র করে বানালাম মেয়ের পছন্দের খাস্তা ঠেকুয়া।

খাস্তা ঠেকুয়া(Khasta Thekua recipe in bengali)

বিহার স্পেশাল রেসিপি

যদিও আমি বাঙালি, তবুও খেতে তো সকলের-ই মন চায়। আমার মেয়ের খুব প্রিয় এই পেকুয়া তাই ছট্ পূজোকে কেন্দ্র করে বানালাম মেয়ের পছন্দের খাস্তা ঠেকুয়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫/৩০ মিঃ
৪ জন
  1. ১ কাপ আটা
  2. ১ কাপ ময়দা
  3. ১ কাপ সুজি
  4. ১ টেবিল চামচ গোটা মৌরি
  5. ১ কাপ বা স্বাদ মতচিনি
  6. ৪-৫ টেবিল চামচ ঘি
  7. ২-৪ টেবিল চামচ নারকেল কোরা বা ড্রাই নারকেল পাউডার
  8. ৬ - ৮ চা চামচ নরমাল জল
  9. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫/৩০ মিঃ
  1. 1

    প্রথমে আটা ময়দা সুজি নারকেল পাউডার মৌরি সব শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো ঘি অল্প অল্প করে দিয়ে খুব ভালো লাগে ময়ান দিতে হবে। হাতের মুঠোয় চেপে ধরে দেখে নিতে হবে ময়ান ঠিকঠাক হলো কিনা। এবার চিনি মিশিয়ে নিয়ে পুরো আটা ময়দা ও সুজির মিশ্রণ টা দু-ভাগে ভাগ করে নিয়ে চামচে করে অল্প অল্প করে জল দিয়ে একদম শক্ত একটা রাফ্ ডো তৈরি করে নিতে হবে। দু ভাগে ভাগ করার কারণ চিনি দেওয়ার পর জল দিয়ে মাখলে চিনি গলতে থাকবে।

  2. 2

    একসঙ্গে পুরো আটা ময়দা মাখলে সব ঠেকুয়া বানিয়ে ভাজতে ভাজতে চিনি গলতে শুরু করলে ঠেকুয়া ভালো বা খাস্তা হবে না। এবার গ্যাস অন্ করে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে ছাঁচ বা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে ঠেকুয়া বানিয়ে নিতে হবে এরপর তেল বেশ ভালো মতো গরম করে গ্যাস অফ্ করে ঠেকুয়া ৩/৪ টে দিয়ে যখন তেলের বুদবুদ উঠাটা কমে আসবে তখন আবার গ্যাস অন্ করে একদম লো আঁচে ঠেকুয়া গুলো বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    প্রথম ধাপের আটা ময়দা মাখার ঠেকুয়া শেষের দিকে অপর ভাগের আটা মেখে নিয়ে এক-ই পদ্ধতিতে বাকি ঠেকুয়া ভেজে তুলুন ও ছট্ পূজোর প্রসাদ হিসেবে বিতরণ করুন। এই স্টেপ ফলো করে ঠেকুয়া বানালে একদম খাস্তা ঠেকুয়া তৈরি হবে। আমি আটা ময়দা মিশিয়ে করেছি,আপনারা পুরোটা আটা বা ময়দা দিয়ে করতে পারেন। চিনির ক্ষেত্রেও তাই গুড় চিনি মিশিয়ে করতে পারেন আবার সবটা চিনি দিয়েও করতে পারেন। আমি পুরো চিনি দিয়ে করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

মন্তব্যগুলি

Similar Recipes