কোকোনাট ফ্রাইড রাইস (coconut fried rice recipe in Bengali)

Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991


#নারকেল রেসিপি

কোকোনাট ফ্রাইড রাইস (coconut fried rice recipe in Bengali)


#নারকেল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30  মিনিট
3 জন
  1. 1.5 কাপগ্রেটেড কোকোনাট
  2. 1.5 কাপবাসমতী চালের ভাত
  3. 1টেবিল চামচ তেল
  4. 1টেবিল চামচ ঘি
  5. 4টি এলাচ
  6. 5/6টি লবঙ্গ
  7. 1/2টেবিল চামচ ছোলার ডাল
  8. 1/2টেবিল চামচ কলাই এর ডাল
  9. 1/2চা চামচ গোটা জিরে
  10. 1/2চা চামচ সর্ষে
  11. 8/10টি কারিপাতা
  12. 1/2চা চামচ আদাকুঁচি
  13. 1টি কাঁচালঙ্কা(স্বাদের জন্য)
  14. স্বাদমতো লবন
  15. 1টেবিল চামচ চিনি
  16. 2টেবিল চামচ কিসমিস
  17. 2টেবিল চামচ রোস্টেড বাদাম
  18. পরিমান মতো গ্রেটেড খোয়া ক্ষীর (ঐচ্ছিক )

রান্নার নির্দেশ সমূহ

30  মিনিট
  1. 1

    কোকোনাট ফ্রাইড রাইসের প্রধান উপকরণই হলো কোকোনাট/নারকেল। নারকেল মিক্সিতে গ্রেট করে নিয়েছি।তবে নারকেল কোরা দিয়ে কুড়ে নিলেও হবে। নারকেলের সাথে আর একটি অন্যতম উপকরণ নিতে হবে তা হলো বাসমতি চালের ভাত। চালটা 80% মতো সিদ্ধ করে নিতে হবে।

  2. 2

    প্রথমে প্যানে 1 টেবিল চামচ তেল ও 1 টেবিল চামচ ঘি দিতে হবে। এলাচ,লবঙ্গ দিতে হবে। গোটা গরম মসলা চাইলে বাদ দিতে পারেন।

  3. 3

    তারপর একে একে দুই রকমের ডাল(কলাই ও ছোলার),সর্ষে,গোটা জিরে,আদাকুঁচি,কাঁচালঙ্কা ইত্যাদি দিতে হবে।

  4. 4

    তারপর গ্রেট করা কোকোনাট দিয়ে কম আঁচে ভালো করে নাড়াচাড়া করতে হবে

  5. 5

    এরপর একে একে কিসমিস ও রোস্টেড বাদাম দিতে হবে। এক্ষেত্রে ইচ্ছে মতো যেকোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন।

  6. 6

    তারপর ভাত দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদমতো লবন ও চিনি দিতে হবে। চিনিটা যে যেমন পছন্দ করে সেই মতো দিলেই হবে।

  7. 7

    সব শেষে গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এক্ষেত্রে খোয়াখীর বাদ দিতে পারেন।

  8. 8

    তাহলেই রেডি"কোকোনাট ফ্রাইড রাইস"।যেমন খুশি ভাবেই এই ফ্রাইড রাইস পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

মন্তব্যগুলি

Similar Recipes