তেরঙ্গা কার্ড রাইস (Tiranga Curd Rice in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#ID

স্বাধীনতা মানেই তেরঙা পতাকা নজরে পরে, আর মনেও সেই রং বসে যায়। আমি এই উপলক্ষে তেরঙ্গা র স্বপ্নে বিভোর হয়ে এই তেরঙ্গা কার্ড রাইস বানিয়েছি।

তেরঙ্গা কার্ড রাইস (Tiranga Curd Rice in Bengali)

#ID

স্বাধীনতা মানেই তেরঙা পতাকা নজরে পরে, আর মনেও সেই রং বসে যায়। আমি এই উপলক্ষে তেরঙ্গা র স্বপ্নে বিভোর হয়ে এই তেরঙ্গা কার্ড রাইস বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫ মিনিট
২ জন
  1. ২কাপরান্না করা সাদা ভাত
  2. ২কাপটক দই
  3. ৩ টেবিল চামচকোরানো গাজর
  4. ১চা চামচকলাই এর ডাল
  5. ১চা চামচগোটা সর্ষে
  6. ১টিশুকনো লঙ্কা
  7. ৮-১০টিকারিপাতা
  8. স্বাদ মতনুন
  9. ২চা চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৫ মিনিট
  1. 1

    কড়া তে তেল গরম করে সরষে, ডাল, শুকনো লঙ্কা ও কারিপাতা ৩০ সেকেন্ড মতো নাড়িয়ে নিতে হবে। গাজর মিশিয়ে ২ মিনিট রান্না করে নিতে হবে। অর্ধেকের ও বেশী তুলে রাখতে হবে। কয়েকটি কারিপাতা ফোড়ন থেকে তুলে নিতে হবে।

  2. 2

    আঁচ কমিয়ে ভাত কড়াই এর ফোড়ন এর মধ্যে মিশিয়ে ২ মিনিটের মতো নাড়িয়ে নিতে হবে। নুন যোগ করে মিশিয়ে দিতে হবে।

  3. 3

    টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দই কড়ার ভাতে যোগ করে ভাতে মিশিয়ে নিতে হবে। ৩০ সেকেন্ড খুব কম আঁচে নাড়িয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  4. 4

    একটি পাত্রে প্রথমে কার্ড রাইস পরিবেশন করে পাত্রের মাঝ খানে কারিপাতা ভাজা ও সাইড গুলো তে গাজর ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। দেখতে খুব সুন্দর হয়েছে। বাচ্ছারা ও এই রঙ্গে আকৃষ্ট হয়ে খেয়ে নেবে খুশী হয়ে। বড়োরা ও সমান ভাবে খুশী হয়ে খাবেন। এটি খুবই স্বাস্থ্যকর খাবার সবার জন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes