ভেজ রোল

Arpita Mitradatta
Arpita Mitradatta @cook_20419765

এটি নিরামিষ মুখরোচক জলখাবার ।#goldenapron3

ভেজ রোল

এটি নিরামিষ মুখরোচক জলখাবার ।#goldenapron3

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
চার
  1. 150 গ্রামময়দা
  2. 3টেবিল চামচসাদা তেল
  3. 2 টেবিল চামচ করেসবজি(আলু, গাজর,ফুলকপি,মটরশুুুটি,কাঁঁচা লঙ্কা্), ও ।
  4. 1 চা চামচ পাঁচফোড়ণ
  5. 1/2 কাপসস
  6. 1টিশশা
  7. 1টি পেঁয়াজ কুচি
  8. নুনস্বাদমতো
  9. চিনিস্বাদমতো
  10. জলপরিমাণ মতো

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    প্রথমে ময়দা পরিমাণমতো জল,লবণ ও সাদা তেল দিয়ে মেখে নিতে হবে এবং ছোটছোট করে লেচি করে নিতে হবে ।এরপর সবজি গুলি ছোটছোট করে কেটে নিতে হবে

  2. 2

    দ্বিতীয় কড়াইতে পরিমাণমতো সাদাতেল দিয়ে তেল গরম হলে পাঁচ ফোড়ন দিতে হবে ।এরপর কাটা সবজি গুলোতেই প্রয়োজনমতো জল, লবণ,চিনি ও ঝাল দিয়ে রান্না করার পর শুকনো ও হালকা মাখা অবস্থায় এলে নামিয়ে নিন ।

  3. 3

    লেচি গুলোকে বেলে নিতে হবে এবং অল্প তেলে পরোটার মত করে সেঁকে নিতে হবে । এরপর কুচি করে কাটা শশা ও পেঁয়াজ নিতে হবে এবং ওই পরোটার মধ্যে তৈরি করা তরকারি ও শশাঙ্ক, পেঁয়াজ কুচি দিয়ে,শশা দিয়ে সাজিয়ে নিতে হবে ।

  4. 4

    এরপর এটিকে রোলের মত মুড়ে নিয়ে পরিবেশন করতে হবে গরম গরম সুস্বাদু ভেজ রোল।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Mitradatta
Arpita Mitradatta @cook_20419765

মন্তব্যগুলি

Similar Recipes