বেকড্ পটেটো ওয়েজেস (baked potato wedges recipe in Bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#আলুর রেসিপি

বেকড্ পটেটো ওয়েজেস (baked potato wedges recipe in Bengali)

#আলুর রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
12 সারভিংস
  1. 4টি আলু
  2. 1 কাপময়দা
  3. 2 টি ডিম
  4. 4টেবিল চামচ মাখন
  5. 1টেবিল চামচ মিক্সড হার্ব
  6. 1টেবিল চামচ চিলি ফ্লেক্স
  7. 1টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীবিটনুন
  9. 1টেবিল চামচ নুন
  10. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    আলুর খোসা ছাড়িয়ে লম্বা করে চার খন্ড করে কেটে নিতে হবে । ওভেনে প্যান বসিয়ে পরিমাণ মতো জল,নুন ও আলু দিয়ে সিদ্ধ করতে হবে ।

  2. 2

    আলু সিদ্ধ হলে জল ঝরিয়ে একটা পাত্রে ঢেলে রাখতে হবে । স্বাদ মতো বিটনুন, চিলি ফ্লেক্স,মিক্সড হার্ব ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে ।

  3. 3

    ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল ও বাটার দিয়ে গরম করে অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিতে হবে । অল্প নুন দিতে হবে । জল শুকিয়ে ময়দা মাখা হলে নামিয়ে নিতে হবে ।

  4. 4

    একটা পাত্রে ডিম ফাটিয়ে ফেটিয়ে নিতে হবে। আলুর পাত্রে ময়দা মাখা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  5. 5

    ফেটানো ডিম দিয়ে আলু ও ময়দার মিশ্রণ কমকরে 2 মিনিট মেখে বা ফেটিয়ে নিতে হবে ।

  6. 6

    মেশানো হলে কাগজের কাপের হাঁপ করে চামচ দিয়ে দিতে হবে । ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে নুন দিয়ে হাই ফ্লেমে গরম করে নিতে হবে । একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপর একটা একটা করে দিয়ে দিতে হবে ।

  7. 7

    প্রথম 15 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে । তার পর মিডিয়াম ফ্লেমে ঢাকনা খুলে আরও 5/7 মিনিট রাখতে হবে।

  8. 8

    উপরে লালচে ভাব হয়ে এলে নামিয়ে নিতে হবে । ঠান্ডা হলে কাপ থেকে বের করে নিতে হবে একটা ছুরির সাহায্যে ।

  9. 9

    এবার বেকড্ পটেটো ওয়েজেস বা বেকড্ পটেটো পাফস টমেটো সস্, ধনেপাতার চাটনি বা পুদিনা পাতা র চাটনির সাথে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

Similar Recipes