রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 200 গ্রামকাবলি ছোলা
  2. 1 চা চামচআদা বাটা
  3. 1 টি আলু
  4. 1.5টিপেঁয়াজ
  5. 1টিটমেটো কুচি
  6. 6-7 কোয়ারসুন কুচি
  7. 1/2ইঞ্চিআদা কুচি
  8. 1টেবিল চামচছোলে মশলা
  9. 1চা চামচধনে গুঁড়ো
  10. 1 চা চামচজিরা
  11. 1চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  12. 1টিতেজপাতা
  13. 1 টিশুকনো লঙ্কা
  14. 1টিছোট এলাচ
  15. 1 টুকরোদারচিনি
  16. 2 টিলবঙ্গ
  17. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  18. প্রয়োজন অনুযায়ীতেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ছোলা ও আলু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মসলা দিয়ে দিন

  3. 3

    পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন নুন ও হলুদ গুঁড়ো দিয়ে

  4. 4

    আদা বাটা ও রসুন কুচি দিয়ে ভাজুন এবং টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে নিন, ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন

  5. 5

    এবার ছোলে মশলা দিয়ে মিশিয়ে নিন এবং সেদ্ধ করা আলু কুচি করে কেটে দিয়ে দিন

  6. 6

    সেদ্ধ করা ছোলা দিয়ে নাড়াচাড়া করে নিন

  7. 7

    ছোলা সেদ্ধ করা জল দিয়ে ফুটতে দিন, চিনি মিশিয়ে নিন এবং ঘন হয়ে এলে ঘি দিয়ে নামিয়ে নিন, আদা কুচি দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Chakraborty
Sushmita Chakraborty @cook_9264109
Kolkata West Bengal
https://www.facebook.com/Susmitas-kichen-833153793500528/my fb page
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes