ছোলে ভটুরে (chole bhature recipe in Bengali)

Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

#ক‍্যুইক ফিক্স ডিনার

ছোলে ভটুরে (chole bhature recipe in Bengali)

#ক‍্যুইক ফিক্স ডিনার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ কাপ কাবুলি ছোলা
  2. ২ টোপেঁয়াজ বাটা
  3. ২ টো টমেটো বাটা
  4. ২ চা চামচ আদা বাটা
  5. ২ চা চামচ রসুন বাটা
  6. ১ চা চামচ গোটা জিরে
  7. ৩-৪ টে গোটা শুকনো লঙ্কা
  8. ২ টো তেজপাতা
  9. ৪ টে ছোট এলাচ
  10. ১ টা বড় এলাচ
  11. ৬ টা লবঙ্গ
  12. ২" দারুচিনি
  13. ১ টা জয়িত্রী ফুল
  14. ১ চা চামচ ধনে গুঁড়ো
  15. ২ চা চামচ ছোলে মশলা(কেনা)
  16. ১ চা চামচ চা পাতা
  17. ১ চা কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  18. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  19. স্বাদমতোনুন
  20. ভাটুরার জন্য
  21. ২ কাপ ময়দা
  22. স্বাদ মতনুন
  23. ১ চা চামচ মচ চিনি
  24. ৩ টেবিল চামচ সাদা তেল
  25. ২ চা চামচ চামচ ইস্ট
  26. ১/২ কাপ টক দই
  27. প্রয়োজন মতোসাদা তেল রান্নার জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ছোলা টা ধুয়ে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন।পরের দিন কুকারে ২ টো ছোট এলাচ,১ টা বড় এলাচ,৩ টে লবঙ্গ, হাফ দারুচিনি,জয়িত্রী ও পাতা চা টা একটা কাপরের পুটলি করে দিয়ে সেদ্ধ করতে হবে।৬-৭ টা সিটি দিতে হবে।

  2. 2

    এবার কুকার থেকে চায়ের পুটলি টা বের করে নিন।কড়াইয়ে তেল গরম করে ওতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, বাকি থাকা ছোট এলাচ,লবঙ্গ, দারুচিনি দিয়ে নাড়তে থাকুন।তারপর আদা ও রসুন বাটা দিন।একটু ভেজে পেয়াজ বাটা দিন।ভালো করে ভেজে নিন।এবার টমেটো বাটা দিয়ে তেল ছাড়া অবধি কষুন।

  3. 3

    মশলা কষে তেল ছাড়লে,ধনে গুড়ো ও ছোলে মশলা দিন, সঙ্গে হলুদ ও কাশ্মীরী লঙ্কা।মশলা কষানো হলে সেদ্ধ ছোলে ঢেলে দিন।নুন দিন।ভাল করে ফুটে গেলে নামিয়ে নিন।

  4. 4

    বাটোরার জন্য ময়দা কে নুন, চিনি, টক দই, ইস্ট,তেল ও পরিমাণ মত গরম জল দিয়ে মেখে নিন ও ঢাকা দিয়ে রেখে দিন এক ঘন্টা।

  5. 5

    এক ঘন্টা পর লেচি কেটে আবার রেষ্ট করতে দিন এক ঘন্টার জন্য।

  6. 6

    তারপর লেচি গুলো বেলে ঢুবো তেলে ভেজে নিন।এবং ছোলের সঙ্গে গরম গরম পেয়াজ সহযোগে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

Similar Recipes