পাস্তা স‍্যালাড (pasta salad recipe in Bengali)

Uma Pandit
Uma Pandit @fupi_1975

#goldenapron3
পাস্তা খেতে ভালোবাসেনা এমন লোক খুজে পাওয়া খুবই মুশকিল । আমরা সাধারণত পাস্তা গরম গরম খেয়ে থাকি কিন্তু অনেক সময় সময়ের অভাবে আমাদের খাওয়া ঠিকমতো হয় না তখন এই স‍্যালাড টা খেলে অনেক বেশি এনার্জি পাওয়া যায় ।

পাস্তা স‍্যালাড (pasta salad recipe in Bengali)

#goldenapron3
পাস্তা খেতে ভালোবাসেনা এমন লোক খুজে পাওয়া খুবই মুশকিল । আমরা সাধারণত পাস্তা গরম গরম খেয়ে থাকি কিন্তু অনেক সময় সময়ের অভাবে আমাদের খাওয়া ঠিকমতো হয় না তখন এই স‍্যালাড টা খেলে অনেক বেশি এনার্জি পাওয়া যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

5 মিনিট
2 সারভিংস
  1. ১ কাপ সেদ্ধ পাস্তা
  2. ১/২ কাপ মেয়নিজ
  3. ১/২ কাপ ডাইস করে কাটা পেঁয়াজ
  4. ১/২ কাপ ডাইস করে কাটা টমেটো
  5. 1 চিমটিনুন
  6. ১/২ কাপ চেরি
  7. ১ চা চামচ ড্রাই হারভস
  8. ১ টেবিল চামচ অলিভ অয়েল
  9. ১ টেবিল চামচ কোরানো চীজ
  10. ১/২চা চামচ গোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

5 মিনিট
  1. 1

    প্রথমে সব উপকরণ গুলি একজায়গায় করে নিলাম । ও পাস্তা গুলো সিদ্ধ করে নিলাম ।

  2. 2

    এবার একটি বোলের মধ্যে সব উপকরণ গুলো নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম ।

  3. 3

    নুনের পরিমাণ টা চেক করে নিয়ে এই স‍্যালাড টাকে কিছুক্ষণ জন্য ফ্রীজে রেখে দিলাম ।

  4. 4

    পাউরুটি স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Uma Pandit
Uma Pandit @fupi_1975

Similar Recipes