মিক্স নুডুলস (mix noodles recipe in Bengali)

Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_12121702
Kolkata

মিক্স নুডুলস (mix noodles recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25মিনিট
2জন
  1. 1প্যাকেট নুডুলস
  2. স্বাদ মতোনুন
  3. পরিমান মতোসাদা তেল
  4. 2টো ক্যাপসিকাম(লাল আর সবুজ রঙের)
  5. 1টেবিল চামচ সোয়া সস
  6. 1টেবিল চামচ চিলি সস
  7. 1 কাপছোটো চিংড়ী মাছ
  8. 1টি পেঁয়াজ
  9. 3টি রসুন কুচি
  10. 2টি কাঁচালঙ্কা
  11. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  12. 1টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

25মিনিট
  1. 1

    প্রথমে সসপ্যানে জল ফুটতে দিতে হবে,জল ফোটা আরম্ভ করলে নুডুলস টা ভেঙে দিয়ে দিতে হবে।সাথে নুন আর আর সাদা তেল দিতে হবে।

  2. 2

    নুডুলস সেদ্ধ হয়ে গেলে ঝাঁঝরি দিয়ে জল ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে শুকোতে দিতে হবে।

  3. 3

    প্যান এ তেল গরম করে নিন হলুদ মাখিয়ে রাখা চিংড়ী মাছ হালকা করে ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    অন্য দিকে প্যান এ তেল গরম করে রসুন কুচি একটু বাদামি করে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে।

  5. 5

    তারপর পেঁয়াজও বাদামি রঙের হলে ক্যাপসিকাম কুচি দিয়ে সাথে নুন,কাঁচালঙ্কা,হলুদ গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে।

  6. 6

    ক্যাপসিকাম গুলো নরম হলে সোয়া সস আর চিলি সস দিয়ে একটু টস করে সেদ্ধ করে রাখা নুডুলস আর ভেজে রাখা চিংড়ী মাছ গুলো দিয়ে আবার কিছুক্ষন টস করলেই তৈরি মিক্স নুডুলস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_12121702
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes