রেস্টুরেন্টে স্টাইলে মিক্সড ভেজ(restaurant style mixed veg recipe in Bengali)

Nabanita Mondal Chatterjee
Nabanita Mondal Chatterjee @cook_nabanita
Amta, Howrah

রেস্টুরেন্টে স্টাইলে মিক্সড ভেজ(restaurant style mixed veg recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৫জন
  1. ১টি আলু
  2. ১/২ ফুলকপি
  3. ২টো গাজর
  4. ১কাপ করাইশুটি
  5. ১/২ কাপ কাজু ও কিসমিস
  6. ১ টি টম্যাটো
  7. ১০০ গ্রাম বিন্স
  8. ১ কাপ দুধ
  9. ২ চা চামচ বাটার
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ৪ টে কাঁচা লঙ্কা
  13. ১ চা চামচ জিরেগুঁড়ো
  14. ১ চা চামচ ধনে গুঁড়ো
  15. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  16. ২ চা চামচ কাসুরি মেথি
  17. ১/২ চা চামচ গোটা জিরে
  18. স্বাদ অনুযায়ীনুন
  19. ১চা চামচ চিনি
  20. ৩টি পেঁয়াজ
  21. ১ কাপ রসুন শাক
  22. ৪ কোয়া গোটা রসুন
  23. ২ চা চামচ আদা বাটা
  24. ১/২ কাপ সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে সাদা তেল দিন 1 চামচ। তেল গরম হলে কাজু ও কিশমিশ হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।

  2. 2

    তারপর সরষের তেল দিন 2 চামচ। তেল গরম হলে প্রথম আলো তারপর গাজর দিয়ে হালকা ভাজুন তারপর একে একে সমস্ত সবজি দিয়ে ভাল করে ভেজে তুলে রাখুন।

  3. 3

    এবার কড়াই আরো দু চামচ তেল দিয়ে দিন এতে জিরে ফোড়ন দিন তারপর ব্লক করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন। একটু ভাজা ভাজা হলে এতে ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে নাড়তে থাকুন। এবার রসুন কোয়া গুলো স্লাইস করে কেটে রাখা দিয়ে দিন এবং রসুন শাক দিয়ে নাড়তে থাকুন। তারপর সমস্ত মশলা দিয়ে দিন এবং আদা বাটা দিয়ে ভাল করে কষাতে থাকুন। এবার দুধ টা দিয়ে দিন ও কাসুরি মেথি দিন। তেল ছেড়ে এলে এতে সবজি গুলো দিয়ে ভাল করে মিক্স করে পরিমাণমতো জল দিন।

  4. 4

    পরিমাণমতো নুন ও চিনি দিন আগে থেকেই চিনে রাখা কাঁচালঙ্কা দিয়ে দিন। এবার আগে থেকে বেঁধে রাখা কাজু কিসমিস দিয়ে চাপা দিয়ে গ্যাপের আঁচ কমিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দিন।সেদ্ধ হয়ে গেলে বেশ মাখামাখা হলে উপর থেকে বাটার ছড়িয়ে গরম গরম রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করুন মিক্স ভেজিটেবল কারি।

  5. 5

    আপনারা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন তাতে স্বাদ আরো ভালো হবে। আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি।**

    *এতে আপনারা তিন রকমের বেলপেপার ইউজ করতে পারেন।*

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Mondal Chatterjee
Amta, Howrah

মন্তব্যগুলি

Similar Recipes