রেস্টুরেন্ট স্টাইলে চিকেন হান্ডি (restaurant style chicken handi recipe in Bengali)

Tanusree Bhattacharjee
Tanusree Bhattacharjee @cook_25693945

#চিকেন #আমরা দশোভূজা গ্রুপ

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন হান্ডি (restaurant style chicken handi recipe in Bengali)

#চিকেন #আমরা দশোভূজা গ্রুপ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
চারজন
  1. ৫০০ গ্রাম বোনলেস চিকেন
  2. ৭৫মিলিসাদা তেল
  3. 2টো বড় মাপের পেঁয়াজ
  4. ৪টে ছোট টমেটো
  5. ১ চা চামচ রসুন
  6. ১ চা চামচআদা
  7. ১ চা চামচ হলুদ
  8. ১ চা চামচলঙ্কার গুঁড়ো
  9. ১ চা চামচধনে গুঁড়ো
  10. ১ চা চামচআস্ত গোটা জিরে
  11. ১ চা চামচ গোলমরিচ গুঁড়া
  12. ১ চা চামচ গরম মসলা গুঁড়া
  13. ১ চা চামচকাসুরি মেথি
  14. ৭৫ মিলিজল
  15. ২ টেবিল চামচদই 
  16. ৮ টিকাঁচালঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    সমস্ত উপকরণ এর ছবি দিলাম।

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিয়ে বোনলেস চিকেন গুলো দিয়ে দিলাম সাদা না হওয়া পর্যন্ত নুন দিয়ে হালকা করে ভাজলাম, তারপরে সেগুলিকে একটি আলাদা পাত্রে তুলে রাখলাম।

  3. 3

    এরপরে সেই তেলের মধ্যে আসত গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে টা একটু ভাজা হওয়ার পর তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত নাড়তে লাগলাম।

  4. 4

    পেঁয়াজ ভাজা হওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত না টমেটো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকলাম।

  5. 5

    টমেটো গলে যাওয়ার পর তার মধ্যে পরিমান মত নুন, হলুদ গুঁড়ো,ধনে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো মিশিয়ে ৫ মিনিট আবার নাড়লাম। এরপর চিকেন গুলি মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে ৫ মিনিট নাড়লাম। এর পরে জল দিয়ে ১০ মিনিটের জন্য ঢেকে দিলাম।

  6. 6

    এরপর দই দিয়ে দিলাম চিকেন এর মধ্যে। ৫ মিনিট ভালোভাবে নাড়লাম।

  7. 7

    এরপরে চিকেন এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি দিয়ে ভালোভাবে নেড়ে ১০ মিনিটের জন্য আবার ঢেকে দিলাম।

  8. 8

    ব্যাস এবার তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল হান্ডি চিকেন। উপরে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanusree Bhattacharjee
Tanusree Bhattacharjee @cook_25693945

Similar Recipes