চন্দ্রমুখী মুইঠা (chandramukhi muithya recipe in Bengali)

Luna Das
Luna Das @cook_17335204
শিলিগুড়ি

#উওরবাংলার রান্নাঘর
#মাছের রেসিপি

চন্দ্রমুখী মুইঠা (chandramukhi muithya recipe in Bengali)

#উওরবাংলার রান্নাঘর
#মাছের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
  1. 300 গ্রামচিতল মাছের পিঠের অংশ
  2. 2 টোচন্দ্রমুখী আলু টুকরো করে কাটা
  3. 1টাপেঁয়াজ কুচি
  4. 2চা চামচ জিরা বাটা
  5. 1চা চামচ ধনে গুঁড়া
  6. 1 চামচলঙ্কা বাটা
  7. 1/2 চামচআদা বাটা
  8. 1/2টমেটো কুচি
  9. 1/4চা চামচ গরম মশলা গুড়ো
  10. প্রয়োজন অনুযায়ী ফোঁড়নের জন্য তেজ পাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ,একটু জিরা
  11. স্বাদ মত নুন, চিনি
  12. 1/2 চা চামচহলুদ
  13. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    পিঠের থেকে চামুচ দিয়ে মাছ কাটা ছাড়িয়ে নিতে হবে।

  2. 2

    পিয়াজ কুচি, একটু ধনে গুড়ো,লবণ, হলুদ, লঙ্কা কুচি, দিয়ে মেখে, ছোটো ছোটো বল করে ভাজতে হবে।

  3. 3

    তারপর আরও একটু তেল দিয়ে, গরম হলে তাতে ফরণে র সব দিয়ে টুকরো করে কাটা চন্দ্রমুখী আলু দিয়ে ভাজতে হবে। টমেটো কুচি ও দিতে হবে। একে একে নুন, হলুদ, জিরে বাটা, লঙ্কা বাটা, ধোনে গুড়ো র একটু জল দিয়ে কষাতে হবে।

  4. 4

    কোষে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটিয়ে । তাতে মাছের বল গুলো দিয়ে আরও ফুটিয়ে, গরম মশলা দিয়ে নামাতে হবে।

  5. 5

    এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Luna Das
Luna Das @cook_17335204
শিলিগুড়ি
@বেকার্স ম্যাজিক
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes