চিতল মাছের মুইঠ্যা (Chitol macher muithya recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#ebook06
#week৪
এখানে আমি ধাঁধা থেকে ঐতিহ্য পূর্ণ বাঙালী রান্না চিতল মাছের মুইঠা বানিয়েছি | এটি করার হ্যাপা অনেক তবে ,বেশ সুস্বাদু এবং ঘরোয়া উপকরণ দিয়েই চমৎকার স্বাদ হয় | মাছ কুরিয়ে মুইঠা করে সেদ্ধ করে , তারপর মসলা দিয়ে রান্না করতে হয় | ভাল মত রান্না করলে সবাই মাংস ছেড়ে এটাই হাত চেটে খাবে তাতে সন্দেহ নেই ৷ তোমরাও করে দেখতে পারো বন্ধুরা ভাল লাগবে ৷

চিতল মাছের মুইঠ্যা (Chitol macher muithya recipe in Bengali)

#ebook06
#week৪
এখানে আমি ধাঁধা থেকে ঐতিহ্য পূর্ণ বাঙালী রান্না চিতল মাছের মুইঠা বানিয়েছি | এটি করার হ্যাপা অনেক তবে ,বেশ সুস্বাদু এবং ঘরোয়া উপকরণ দিয়েই চমৎকার স্বাদ হয় | মাছ কুরিয়ে মুইঠা করে সেদ্ধ করে , তারপর মসলা দিয়ে রান্না করতে হয় | ভাল মত রান্না করলে সবাই মাংস ছেড়ে এটাই হাত চেটে খাবে তাতে সন্দেহ নেই ৷ তোমরাও করে দেখতে পারো বন্ধুরা ভাল লাগবে ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪-৫ জন
  1. ২০০গ্রামচিতল পিঠের মাছ কোরানো
  2. ২টি আলু সেদ্ধ
  3. ২টি আলু ফালি করা
  4. ১টি বড় পেঁয়াজ বাঁটা
  5. ৪চা চামচ আদা বাঁটা
  6. ২ চা চামচ কাঁচালংকা বাঁটা
  7. ১টি টমেটো বাঁটা
  8. ২ চা চামচ হলুদ
  9. ২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. ১ চা চামচ জিরা বাঁটা
  11. স্বাদমতোনুন
  12. প্রয়োজন মতসরষের তেল
  13. ২টি ছোট এলাচ
  14. ২টি লবঙ্গ
  15. ১.টুকরোদার চিনি
  16. ২ চা চামচ ঘি
  17. ২টি তেজপাতা
  18. ১টি শুকনো লঙ্কা
  19. ১ চা চামচ গোটা জিরা
  20. ১ চা চামচ গরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে চিতল মাছের পিঠের অংশ ধুয়ে কুরিয়ে নি তে হবে ৷
    এবার তাতে সেদ্ধ আলু, পেঁয়াজবাটা,আদা,কাঁচালংকা বাঁটা, গরম মশলা, নুন দিয়ে মেখে মুইঠা বানিয়ে ফুটন্ত গরম জলে ১০ মিনিট ভাপিয়ে ঠাণ্ডা করতে হবে iজল গ্রেভির জন্য তুলে রাখতে হবে |

  2. 2

    ১০ মিনিট পর মুইঠা ভাপানো হলে, সেগুলি ছেঁকে ঠান্ডা করে,সঃ তেলে ভেজে তুলে রাখতে হবে |

  3. 3

    এবার আলু চার ফালা করে কেটে ঐ গরম তেলে ভাজতে হবে | এসময় আলু পাশে সরিয়ে প্যানের মাঝে গোটা জিরা, লংকা, তেজপাতা ও গোটা গরম মশলা ফোঁড়ন দিয়ে আলু আর একটু ভাজা করে তুলে নিতে হবে |

  4. 4

    এবার প্যানে আর একটু তেল দিয়ে বাঁটা পেঁয়াজ আদা ভাজতে হবে | এবার টমেটো বাঁটা, নুন হলুদ, লংকা গুড়া, চিনি, জিরা গুড়া দিয়ে মশলা কসিয়ে ভাজা আলু মিশিয়ে নাড়া দিতে হবে i সব মশলা সহ আলু কষানো হলে এবার মুইঠা সেদ্ধ করা জল পরিমাপ করে দিয়ে ঢাকা দিতে হবে |

  5. 5

    আলু সেদ্ধ হয়ে,গ্রেভি কমে এলে ভাজা মুইঠা দিয়ে ৫ মিনিট ফোটাতে হবে |মুইঠাই ভাল মত ঝোল ঢুকলে, নরম হলে,ঘি, গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেল তে হবে ৷ | ৫মিনিট ঢাকা দিয়ে হতে দিতে হবে |

  6. 6

    এবার প্লেটে ঢেলে উপরে আর্ধেক টমেটো টুকরা দিয়ে সাজিয়ে আমি এখানে ভাত / রাইস এর সাথে গরম মুইঠা পরিবেশন করেছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes