গণেশ পুজোর নিরামিষ চানা মশলা (niramish chana masala recipe in Bengali)

Pampa Prasad
Pampa Prasad @cook_18684411

গণেশ পুজোর নিরামিষ চানা মশলা (niramish chana masala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250কাবলি চানা
  2. 3 টেবিল চামচআদা বাটা
  3. 2 চা চামচলঙ্কা বাটা
  4. 5 টেবিল চামচনারকেল আর বাদাম বাটা
  5. স্বাদ মতো নুন
  6. 2 চা চামচহলুদ
  7. 2-3 চা চামচজিরে গুঁড়ো
  8. 5 টেবিল চামচসর্ষে তেল
  9. 1/2 চা চামচ গরম মশলা
  10. 1টা তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কাবলি চানা কে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে. নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে

  2. 2

    তারপর কড়াইতে সর্ষে তেল দিয়ে তাতে তেজপাতা আদা আর লঙ্কা বাটা দিয়ে 2মিনিট ভাজতে হবে লো ফ্লেমে।তারপর তাতে হলুদ স্বাদ মতো নুন, নারকেল বাদাম বাটা টা দিয়ে কষে নিতে হবে

  3. 3

    তেল ছাড়তে শুরু হলে তাতে জিরে গুঁড়ো আর সেদ্ধ চানা টা দিয়ে নেড়ে নিতে হবে, পরিমান মতো জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটতে দিলেই. নামিয়ে গরম মশলা দিয়ে মাখা মাখা চানা মসলা রেডি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pampa Prasad
Pampa Prasad @cook_18684411

Similar Recipes