চানা মশলা (Chana mashala recipe in bengali)

Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

চানা মশলা (Chana mashala recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ২৫০ গ্রাম কাবলি চানা
  2. ১ টা পেঁয়াজ কুচি
  3. ১ টা পেঁয়াজ বাটা
  4. ১ টা টমেটো বাটা
  5. ১ চা চামচ আদা রসুন বাটা
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  8. ১/২ চা চামচজিরেগুঁড়ো
  9. ১/২ চা চামচচানা মাসালা
  10. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  11. ১ চা চামচ কসৌরি মেথি
  12. ৫ চা চামচ সরষের তেল
  13. ১/২ চা চামচ গরম মসলার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    চানাটা সারারাত ভিজিয়ে রাখতে হবে,এরপর চানাটা প্রেসারে সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ,টমেটো আদা,রসুন,কাঁচা লঙ্কা,একসাথে বেটে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে ।পেঁয়াজ ভাজা হলে বাটা মশলা টা দিয়ে দিতে হবে ।মশালা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, চানা মাসালা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে । মসলা থেকে তেল ছেড়ে এলে চানা টা দিয়ে দিতে হবে,এবং আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।

  3. 3

    এবারে মধ্যে পরিমাণ মত উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

  4. 4

    গ্রেভি ঘন হয়ে এলে এর মধ্যে গরম মসলা, কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    নামিয়ে লুচি বা পরোটার সাথে পরিবেশন করুন চানা মাসালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

Similar Recipes