ভাপা ডিমের ডালনা (bhapa dimer dalna recipe in Bengali)

Debamita Chatterjee
Debamita Chatterjee @cdebamita
Kolkata

আজ যে রান্নাটি সম্পর্কে লিখতে চলেছি সেটি বাংলাদেশ - র বরিশাল জেলার একটি অতি ঐতিহ্যবাহী রান্না। আর শুধু বাংলাদেশ কেন ভারতের ও বহু রাজ্যের বহু জেলায় ডিম রান্নার এমন পদ্ধতির প্রচলন দেখা যায় এমনকি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নানা স্থানেও এই পদ্ধতিতে ডিমের ডালনা রান্না অনেকেই করে থাকেন এবং পছন্দও করেন । তাহলে আমারও শুরু করি রান্না চলুন।

ভাপা ডিমের ডালনা (bhapa dimer dalna recipe in Bengali)

আজ যে রান্নাটি সম্পর্কে লিখতে চলেছি সেটি বাংলাদেশ - র বরিশাল জেলার একটি অতি ঐতিহ্যবাহী রান্না। আর শুধু বাংলাদেশ কেন ভারতের ও বহু রাজ্যের বহু জেলায় ডিম রান্নার এমন পদ্ধতির প্রচলন দেখা যায় এমনকি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নানা স্থানেও এই পদ্ধতিতে ডিমের ডালনা রান্না অনেকেই করে থাকেন এবং পছন্দও করেন । তাহলে আমারও শুরু করি রান্না চলুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪টিডিম
  2. ১টা মাঝারি পেঁয়াজ
  3. ৪টিকাঁচা লঙ্কা কুচি
  4. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  5. ১/২ চা চামচকালো মরিচ গুঁড়ো
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. ১/২ চা চামচগোটা জিরে
  8. ২টোতেজপাতা
  9. ২ চা চামচআদা রসুন কাচা লঙ্কা বাটা
  10. ১টি বড় পেঁয়াজ কুচি
  11. ২ টি টমেটো কুচি
  12. ১ চা চামচজিরে গুঁড়ো
  13. ১ চা চামচধনে গুঁড়ো
  14. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  15. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো/ শাহি গরম মশলা গুঁড়ো
  16. ২ টিমাঝারি আলু
  17. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমেই ডিমগুলো ফাটিয়ে নিয়ে তার সাথে মাঝারি মাপের একটা পেঁয়াজ, লঙ্কা কুচি, শুকনো লঙ্কা গুরো, কালো মরিচ গুরো ও স্বাদ মত নুন মিশিয়ে সেই মিশ্রণকে একটি প্লেট বা একটি ঢাকনা যুক্ত পাত্রে ঢেলে, স্টিমারে বসিয়ে বা কড়াইতে জল দিয়ে বসিয়ে ২০ মিনিট মত স্টীম করতে হবে।

  2. 2

    এবার ভাপানো ডিম টা ঠান্ডা হলে তাকে টুকরো করে কেটে ফেলতে হবে এবং কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে আগে আলু ও পরে ডিমের টুকরো গুলো হালকা করে ভেজে নিতে হবে।

  3. 3

    তারপর ঔ তেলে একে একে গোটা জীরে, তেজপাতা, ফোরন দিয়ে তাতে বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার তাতে টমেটো কুচি, আদা লঙ্কা রসুন বাটা, জীরে গুরো, ধনে গুরো, হলুদ গুরো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সামান্য জল দিয়ে মিশিয়ে তাতে ভাজা আলু, ডিমের টুকরো গুলো দিয়ে দিতে হবে। এই ভাবে মধ্যম আচে বেশ কয়েক মিনিট ফুটতে দিতে হবে।

  4. 4

    শেষের দিকে গরম মশলা মিশিয়ে নিতে হবে (আপনি চাইলে গোটা গরম মশলা রান্নার শুরুতেই তেলে ফোরন দিয়ে নিতে পারেন)। এই ভাবে আরও ২ মিনিট ফুটিয়ে নিয়ে ডালনা নামিয়ে নিন আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debamita Chatterjee
Kolkata
Food appreciater, Cooking lover ✨ Passionate bakerhttps://www.youtube.com/c/debamitachaterji
আরও পড়ুন

Similar Recipes