দই ফুচকা (doi fuchka recipe in Bengali)

Nusrat Nur
Nusrat Nur @cook_20827965

#কিডস স্পেশাল রেসিপি

দই ফুচকা (doi fuchka recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ফুচকা:-
  2. 1.5 কাপ ময়দা
  3. 1/2 কাপ সুজি
  4. ২চা চামচ কালোজিরা
  5. ১ চা চামচ লবণ
  6. পরিমাণমতো ,পানি
  7. প্রয়োজনমতোতেল ভাজার জন্য ।
  8. পুর:-
  9. ২৫০ গ্রাম মটর ডাল সেদ্ধ করা
  10. ১ কাপআলু সিদ্ধ ,
  11. ২ চা চামচচাট মসলা
  12. ১/২চা চামচভাজা জিরার গুঁড়ো
  13. ৫টি কাঁচামরিচ কুচি বা পছন্দ মত
  14. ৩টেবিল চামচ ধনেপাতা কুচি
  15. ২টেবিল চামচপেঁয়াজ কুচি
  16. স্বাদমতলবণ
  17. দইয়ের মিশ্রণ:-
  18. ৩ কাপটকদই
  19. ১/২চা চামচ চিনি
  20. প্রয়োজনমতোবিট লবণ
  21. তেঁতুলের চাটনি:-
  22. ২ কাপ তেঁতুলের ক্বাথ
  23. ২ চা চামচশুকনো মরিচ গুঁড়ো
  24. ১/২কাপচিনি
  25. ১ চা চামচলবণ
  26. ১ চা চামচজিরে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    তেল বাদে ফুচকা তৈরির সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রুটি বানানোর মতো বানাতে হবে। ছয়টি রুটি বানাতে হবে পাতলা করে।

  2. 2

    এবার একটি রুটির ওপর ময়দার প্রলেপ দিয়ে আরেকটি রুটি দিয়ে ঢেকে চেপে চেপে এমনভাবে বেলতে হবে যেন দুটি রুটি একসঙ্গে মিশে যায়।

  3. 3

    মোটামুটি পাতলা রুটি বেলে গোল ফুচকা কাটার অথবা গ্লাস দিয়ে কেটে গরম তেলে ভাজতে হবে।

  4. 4

    পুর তৈরির জন্য প্রতিটি উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে।

  5. 5

    ফুচকার মধ্যে আঙুল দিয়ে ছিদ্র করে প্রথমে মটর ডালের মিশ্রণ তারপর পর্যায়ক্রমে তেঁতুলের চাটনি, ধনেপাতাকুচি,দইয়ের মিশ্রণ দিতে হবে।

  6. 6

    সবার ওপরে ঝুরিভাজা দিয়ে (আমি অবশ্য চানাচুর ব্যাবহার করেছি)পরিবেশন করুন মজাদার দই ফুচকা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nusrat Nur
Nusrat Nur @cook_20827965

Similar Recipes