পটলের ডালনা(Potoler dalna recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#ebook06
#week7
আমি এই সপ্তাহে বেছে নিয়েছে পটলের ডালনা।
এটা রুটি, পরোটা এমনকি লুচির সাথেও দারুন লাগে।

পটলের ডালনা(Potoler dalna recipe in bengali)

#ebook06
#week7
আমি এই সপ্তাহে বেছে নিয়েছে পটলের ডালনা।
এটা রুটি, পরোটা এমনকি লুচির সাথেও দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জন
  1. ৪ টে মাঝারি পটল কে ২ টো করে টুকরো করে নিয়েছি।
  2. ১ টা বড় আলু কে ছোট ছোট করে ৮ পিস করে নিয়েছি।
  3. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  5. ১ চা চামচ জিরে গুঁড়ো
  6. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  7. ১ টা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি।
  8. ১ চা চামচ ধনেপাতা কুচি
  9. ১/২ চা চামচ ঘি
  10. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. ৪ চা চামচ তেল
  12. ফোঁড়নের জন্য
  13. ২ টোতেজপাতা
  14. ১ চিমটি গোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে আলু টা সেদ্ধ করে নিয়েছি।

  2. 2

    তারপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে পটল গুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপর আলু গুলো ভেজে নিয়েছি হাল্কা করে।

  3. 3

    এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে একটু নাড়া চাড়া করে নিয়ে তাতে সব মশলা দিয়ে কষে নিয়েছি।

  4. 4

    এবার ওই ভেজে রাখা আলু আর পটল গুলো দিয়ে ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়েছি।

  5. 5

    এবার তাতে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

Similar Recipes