ছানার ডালনা (chanar dalna recipe in Bengali))

Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

#ফেব্রুয়ারি৩
ছয়টি রেসিপি থেকে আমি ছানার ডালনা বেছে নিলাম।
ছানার ডালনা অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি।যারা আমিষ খাবার পছন্দ করেন না তাদের জন্য খুবই উপযোগী।

ছানার ডালনা (chanar dalna recipe in Bengali))

#ফেব্রুয়ারি৩
ছয়টি রেসিপি থেকে আমি ছানার ডালনা বেছে নিলাম।
ছানার ডালনা অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি।যারা আমিষ খাবার পছন্দ করেন না তাদের জন্য খুবই উপযোগী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট (১ ঘন্টা অতিরিক্ত ঝুলিয়ে রাখার জন্য)
৪ জন
  1. ১ লিটার দুধ
  2. ৩ থেকে ৪ টেবিল চামচ লেবুর রস
  3. ১.৫ টেবিল চামচ ময়দা
  4. ১/২ চা চামচ নুন
  5. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  6. ১/২ চা চামচ গোটা জিরা
  7. ১ টা তেজপাতা
  8. ২ টো ছোট এলাচ
  9. ৪ টে লবঙ্গ
  10. ১ টাশুকনো লঙ্কা
  11. ১ চা চামচ আদা বাটা
  12. ১ টি মাঝারি আকারের টমেটো বাটা
  13. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  14. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  15. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  16. ১/২ চা চামচ কাস্মীরী লঙ্কা গুঁড়ো
  17. ১/২ কাপ টকদই
  18. ১/২ চা চামচ চিনি
  19. স্বাদমতোনুন
  20. ৪ টে কাঁচালঙ্কা
  21. ১ টেবিল চামচ ঘী
  22. ১ চা চামচ গরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট (১ ঘন্টা অতিরিক্ত ঝুলিয়ে রাখার জন্য)
  1. 1

    মাঝারি আঁচে দুধ ফুটতে দিতে হবে।
    ফুটে উঠলে তাতে লেবুর রস মিশিয়ে ছানা বানিয়ে নিতে হবে।

  2. 2

    এবারে ছানাটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে তারপর ১ ঘন্টা মতো ঝুলিয়ে রেখে দিতে হবে। এতে ছানার জল ঝরে যাবে

  3. 3

    এবারে একটা পাত্রে ছানাটাকে নিয়ে হাতের তালু দিয়ে ভালো করে মাখতে হবে। এতে ছানাটা মোলায়াম হয়ে যাবে। মোটামুটিভাবে ৫-৭ মিনিট সময় লাগবে।

  4. 4

    এবারে তাতে একে একে ময়দা, নুন আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এরপর তার থেকে ছোট ছোট আকারের লেচি নিয়ে হাতের তালু দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে।

  6. 6

    এবারে কড়াইতে বেশ কিছু টা তেল দিয়ে ছানার টুকরো গুলো ভেজে নিতে হবে। দুই মিনিট পর উল্টে দিয়ে ওপর পিঠ সোনালী হওয়া পর্যন্ত ভাজতে হবে। ভাজা হলে তেল ছেঁকে তুলে নিতে হবে।

  7. 7

    এবার একটা কড়াই তে দুই টেবিল চামচ তেল গরম করে তাতে গোটা জিরা, তেজপাতা, এলাচ লবঙ্গ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ১ মিনিট মতো নাড়াচাড়া করতে হবে।

  8. 8

    এরপর আদা বাটা দিয়ে ১ মিনিট মতো নাড়াচাড়া করতে হবে।
    তারপর টমেটো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট দুয়েক নাড়াচাড়া করলে টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে।

  9. 9

    এরপর তাতে একে একে হলুদ,ধনে,জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট পাঁচেক মশলা টা কষিয়ে নিতে হবে। তারপর তাতে টকদই মিশিয়ে ২ মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। এরপর তাতে ১/২ কাপ পরিমাণ জল দিয়ে ফুটতে দিতে হবে। জল ফুটে উঠেলে তাতে ১/২ চা চামচ চিনি স্বাদমতো নুন ও চেরা কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে।

  10. 10

    ঝোল ফুটে উঠেলে তাতে ছানার টুকরো গুলো দিয়ে দিতে হবে । ২ মিনিট পর উল্টে দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে ২ মিনিটের জন্য। ঢাকনা খুলে তাতে ঘী আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আঁচ বন্ধ করে ৫ মিনিট ঢেকে রাখতে হবে।

  11. 11

    ব্যাস তৈরি ছানার ডালনা। আপনি চাইলে এতে আলুও দিতে পারেন। এটা লুচি, পরোটা বা পোলাও এর সঙ্গে দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes