মিষ্টি কুমড়ো কারি (mishti kumro curry recipe in Bengali)

Ambitious Gopa Dutta
Ambitious Gopa Dutta @cook_15894312

#goldenapron3
#প্রিয় লাঞ্চ রেসিপি

মিষ্টি কুমড়ো কারি (mishti kumro curry recipe in Bengali)

#goldenapron3
#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৭০০ গ্রাম মিষ্টি কুমড়ো
  2. ২ টি মাঝারি আলু
  3. ২ টি মাঝারি পেঁয়াজ
  4. ১ টি রসুন
  5. ১/২ চা চামচ আদা বাটা
  6. স্বাদমতোলঙ্কা
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদমতোনুন
  9. ১ চা চামচ জিরা গুঁড়ো
  10. ৫ টেবিল চামচ সর্ষের তেল
  11. ১/২ চা চামচ চিনি (ঐচ্ছিক)
  12. পরিমাণ মতো ধনেপাতা কুচি
  13. ১ টা তেজপাতা
  14. পরিমান মতো দারচিনি
  15. ২ টি এলাচ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পেঁয়াজ রসুন আদা পেস্ট বানিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আলু ডুমো করে কেটে নিতে হবে।

  2. 2

    পেঁয়াজ রসুন আদা লঙ্কা একসাথে বেটে নিতে হবে।

  3. 3

    একটা পাত্রে মিষ্টি কুমড়ো গুলো বাটা মশলা জিরেগুঁড়ো নুন হলুদ দিয়ে সরষে তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে

  4. 4

    কড়াইতে এক চামচ সরষের তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে তেজপাতা দারচিনি এলাচ দিতে হবে। একটু চিরে দিতে হবে

  5. 5

    এবার মেখে রাখা মিষ্টিকুমড়ো গুলোর মধ্যে দিয়ে দিতে হবে

  6. 6

    ফুল আঁচে ঢেকে 5 মিনিটের মত রান্না করে কাঁচালঙ্কা চিরে দিয়ে দিতে হবে

  7. 7

    সম্পূর্ণ রান্না ঢেকে করতে হবে এখানে এক্সট্রা কোন জল ব্যবহার করা হবে না সেজন্য ঢেকে করলে সবজি গুলো ভালোভাবে সেদ্ধ হবে।

  8. 8

    সবজি গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গা মাখা হয়ে আসবে তখন চিনি দিয়ে দু মিনিট নেড়ে ধনেপাতা কুচি ছড়িয়ে এটা নামিয়ে নিতে হবে। পরিবেশনের জন্য একদম রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ambitious Gopa Dutta
Ambitious Gopa Dutta @cook_15894312

Similar Recipes