চিকেনের তেল ঝাল (chickener tel jhaal recipe in Bengali)

Manami Sadhukhan Chowdhury
Manami Sadhukhan Chowdhury @cook_12370899
Barrackpore, Kolkata, West Bengal

চিকেনের তেল ঝাল (chickener tel jhaal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3 জনের জন্য
  1. 600 গ্রামচিকেন
  2. 3টেবিল চামচ সর্ষের তেল
  3. 2 চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  4. 2 চা চামচজিরা গুঁড়ো
  5. 1 চা চামচধনে গুঁড়ো
  6. 1 চা চামচজায়ফল ও জয়িত্রী গুঁড়া
  7. 1টেবিল চামচ রসুন বাটা
  8. 2 চা চামচআদা বাটা
  9. 1টেবিল চামচ টমেটো বাটা
  10. 2টো শুকনো লঙ্কা
  11. 1/2 চা চামচগোটা জিরে
  12. 2টেবিল চামচ পেঁয়াজ বাটা
  13. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  14. স্বাদমতোনুন
  15. প্রয়োজনমতো জল
  16. 1টেবিল চামচ সর্ষের তেল উপর থেকে ছড়িয় দেওয়ার জন্য

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    একটা কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিতে হবে।

  2. 2

    একটু নেড়ে চেড়ে ওর মধ্যে পেঁয়াজবাটা যোগ করুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

  3. 3

    এবার এর মধ্যে আদা-রসুনবাটা যোগ করুন এবং একটুখানি কষিয়ে নিন।

  4. 4

    এখন এর মধ্যে জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জয়ত্রী ও জায়ফল গুঁড়ো, টমেটো বাটা ও নুন যোগ করুন এবং ভালো করে কষিয়ে নিন।

  5. 5

    মসলা থেকে তেল বেরোলে ওর মধ্যে চিকেন গুলো যোগ করুন ও ভালো করে নেড়ে নিয়ে 15-20 মিনিট রান্না করুন।

  6. 6

    এবার অল্প একটু জল যোগ করুন এবং মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন।

  7. 7

    মাংস সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে গরম মসলা গুঁড়ো যোগ করুন এবং ভাল করে মিশিয়ে নিন।

  8. 8

    ওপর থেকে 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল যোগ করে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন।

  9. 9

    গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন চিকেনের তেল ঝাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manami Sadhukhan Chowdhury
Barrackpore, Kolkata, West Bengal

Similar Recipes