মিক্সড ভেজিটেবল পোলাও (mixed vegetable pulao recipe in Bengali)

Ankita Basu Saha
Ankita Basu Saha @ankitab123
Toronto

#ক্যুইক ফিক্স ডিনার

মিক্সড ভেজিটেবল পোলাও (mixed vegetable pulao recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জনের জন্য
  1. ৪০০ গ্রাম বাসমতি চাল
  2. ১ কাপ গাজর কুচি
  3. ১ কাপ বিন্স কুচি
  4. ১ কাপ ফুলকপি টুকরো
  5. ২ টি এলাচ
  6. ২ টি লবঙ্গ
  7. ১ টি দারচিনি
  8. ১/৪ কাপ কিশমিশ
  9. ১/২ কাপ কাজুবাদাম
  10. ১ টি তেজপাতা
  11. ১ চা চামচ সাদা তেল
  12. ২ চা চামচ ঘি
  13. স্বাদ অনুযায়ীচিনি
  14. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে চাল ভালো করে ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে সব সবজি ও কাজু কিসমিস দিয়ে ভাজতে হবে। ৩-৪ মিনিট মতো ভাজা হলে চাল দিয়ে দিতে হবে। চাল দিয়ে আবারো সবজীর সঙ্গে ভাজা হলে জল দিতে হবে।

  3. 3

    জলের পরিমাণ ঠিক রাখতে হবে। চালের দ্বিগুন জল দিতে হবে। লবণ দিয়ে ঢাকা দিয়ে ৭-৮ মিনিট মতো ফুটতে দিতে হবে। ৭-৮ মিনিট পরে চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে ও জল শুকিয়ে যাওয়া অব্দি রান্না করতে হবে।

  4. 4

    ৫ মিনিট রান্না মতো রান্না করে গ্যাস বন্ধ করে এই অবস্থাতে আরো ১০ মিনিট রেখে দিতে হবে। গরম গরম পরিবেশন করুন মিক্সড ভেজিটেবল পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankita Basu Saha
Ankita Basu Saha @ankitab123
Toronto

Similar Recipes