কচি পাঁঠার ঝোল(kochi pathaar jhol recipe in Bengali)

Shreyosi Dhar
Shreyosi Dhar @cook_24664797

#স্পাইসি

কচি পাঁঠার ঝোল(kochi pathaar jhol recipe in Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. 500 গ্রামকোচি পাঁঠা
  2. 4 মাঝারি আকারেরপেঁয়াজ।
  3. 2 ইঞ্চিআদা
  4. 12-15কোয়া রসুন
  5. 5-6টা কাঁচা লঙ্কা
  6. 2টি মাঝারি আকারের টমেটো
  7. 4টি আলু
  8. 1 চা চামচজিরা গুঁড়া
  9. 1 চা চামচধনে গুঁড়া
  10. 1 চা চামচগোলমরিচ গুঁড়
  11. 200 গ্রামদই
  12. ১ চা চামচ গরম মশলা গুঁড়া
  13. ১ টেবিল চামচ ঘি
  14. 2টি তেজপতা
  15. 1 চা চামচলাল মরিচ গুঁড়ো
  16. 10টেবিল চামচ সরিষার তেল
  17. পরিমাণ মতোগোটা গরম মসলা
  18. স্বাদ অনুযায়ীলবণ
  19. ১ চা চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    দই, আদা_ রসুনের পেস্ট, ৫ টেবিল চামচ সরিষার তেল এবং সমস্ত মশলা গুঁড়ো দিয়ে মটন ম্যারিনেট করুন এবং 4-5 ঘন্টা রাখুন।

  2. 2

    2 টি পেঁয়াজ কে বোরো টুকরো কাট আর বাকি 2 টি কে শুরু কোরি কাটুন।

  3. 3

    মেরিনেটে পেঁয়াজের বড় টুকরো মিশিয়ে নিন।

  4. 4

    একটি সসপ্যানে বাকী তেল.ালুন।

  5. 5

    খোসা ছাড়ানো আলু ভাজুন।

  6. 6

    তে লে তে তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে কাটা পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন।

  7. 7

    সসপ্যানে ম্যারিনেট করা মাটন.ালুন ।

  8. 8

    5 মিনিটের জন্য উচ্চ শিখা তে সসপ্যানে মটনটি নাড়ুন।

  9. 9

    নুন, হলুদ গুঁড়ো এবং চিনি যোগ করুন এবং আবার নাড়ুন।

  10. 10

    সসপান eেকে রাখবেন এবং কম আঞ্চে 10 মিনিটের জন্য রান্না করুন।

  11. 11

    ঢাকনা খুলে ভাল কোরে কোসুন. তেল বেরোট শুরু করল প্রেসার কুকার তে ধলে দিন।

  12. 12

    আলু যোগ করুন এবং প্রেসার কুকারে কম aanche 10 মিনিট রান্না করুন।

  13. 13

    গ্যাস বেরোবারে ঘি ও সাহি গরম মশলা যোগ করুন।

  14. 14

    প্রস্তুত কোচি পান্থার ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shreyosi Dhar
Shreyosi Dhar @cook_24664797

Similar Recipes