কচি পাঁঠার ঝোল(kochi pathar jhol recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

কচি পাঁঠার ঝোল(kochi pathar jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জন
  1. ৭০০ গ্রাম মাটন
  2. ৪টে বড় সাইজের আলু
  3. ৪টে বড় সাইজের পেঁয়াজ
  4. ৪-৫টা চেরা কাঁচা লঙ্কা
  5. ২ চা চামচ আদা বাটা
  6. ২চা চামচ রসুন বাটা
  7. ২ চা চামচ ধনে গুঁড়ো
  8. ৩ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ২ চা চামচ জিরা গুঁড়ো
  10. ৩ চা চামচ লঙ্কাগুঁড়ো
  11. ২ চা চামচ কাশ্মীরী রেড চিলি পাউডার
  12. ১ চা চামচ চিনি
  13. স্বাদমতোলবণ
  14. পরিমাণ মত সর্ষের তেল
  15. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  16. ২টো তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    মাংস _আদা,রসুন,ধনে গুঁড়ো,জিরা গুঁড়ো,হলুদ গুঁড়ো,লঙ্কাগুঁড়ো,লবণ ও কিছুটা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ১ ঘন্টা।

  2. 2

    এরপর সরষের তেলে নুন ও হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে উঠিয়ে রাখতে হবে ।এবার ওই তেলেই তেজপাতা ও কেটে রাখা পিয়াজ দিয়ে ২-৩ মিনিট হাই ফ্লেমে নেড়েচেড়ে ম্যারিনেট করা মাংস দিয়ে প্রায় ১৫ মিনিট মাঝারি আঁচে কষাতে হবে।

  3. 3

    যখন তেল ছেড়ে আসবে তখন প্রেসার কুকারে আন্দাজমতো জল ও আলু গুলো দিয়ে ৪ তে সিটি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। এরপর ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কচি পাঁঠার ঝোল।

  4. 4

    এরপর ভাত, রুটি, পরোটা, লুচি _যে কোন খাবারের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Top Search in

মন্তব্যগুলি (10)

Similar Recipes