টমেটো রুই / ভেটকি (Tomato Rui / bhetki recipe in Bengali)

Mohar Hazra
Mohar Hazra @cook_24600975

#sups
#fish
বাঙালী মানেই মাছ , মাছ আমাদের অনেকের কাছেই ভীষণ ভালভাসার জিনিস । আমাদের বাড়িতেও সবার মাছ খুব প্রিয় , তাই মাছের বিভিন্ন্য পদ রান্না হয় ।এই টমেটো রুই / ভেটকি রেসিপিটা ভীষণ সহজ এবং অল্প উপকরণ দিয়েই তৈরী হয়ে যাবে , খেতেও খুব সুস্বাদু।

টমেটো রুই / ভেটকি (Tomato Rui / bhetki recipe in Bengali)

#sups
#fish
বাঙালী মানেই মাছ , মাছ আমাদের অনেকের কাছেই ভীষণ ভালভাসার জিনিস । আমাদের বাড়িতেও সবার মাছ খুব প্রিয় , তাই মাছের বিভিন্ন্য পদ রান্না হয় ।এই টমেটো রুই / ভেটকি রেসিপিটা ভীষণ সহজ এবং অল্প উপকরণ দিয়েই তৈরী হয়ে যাবে , খেতেও খুব সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15থেকে20 মিনিট
2 -4 জন
  1. 4-6টা পিস্ রুই/ভেটকি মাছ
  2. 2টোবড় টমেটো
  3. 3-4কোয়া মিহি রসুন কুচি
  4. 1চা-চামচ মিহি আদা কুচি
  5. 10-12টা কাঁচালঙ্কা কুচি
  6. 2 চা চামচধনেপাতা কুচি
  7. 6-8 টবড় চামচ রিফাইন তেল
  8. 3-4টে গোটা শুকনোলঙ্কা
  9. স্বাদ অনুসারেনুন
  10. 1/2চা চামচ হলুদগুঁড়ো
  11. 1/2চা চামচ চিনি
  12. প্রয়োজন অনুযায়ী জল

রান্নার নির্দেশ সমূহ

15থেকে20 মিনিট
  1. 1

    প্রথমে মাছ ভাল করে ধুয়ে নুন মাখিয়ে রাখতে হবে ।

  2. 2

    কড়াইয়ে রিফাইন তেল দিন, গরম হলে মাছগুলো ছেড়ে দিতে হবে, মাছগুলো দুদিকে ওলট-পালট করে হাল্কা করে ভেজে তুলে রাখতে হবে ।

  3. 3

    প্রথমে মিক্সিতে 2 টমেটো, 3-4 টে গোটা শুকনোলঙ্কা, অল্প নুন দিয়ে পেস্ট বানিয়ে রাখতে হবে ।

  4. 4

    তারপর ঐ একই কড়াইয়ে রিফাইন তেলে মিহি আদা কুচি, মিহি রসূন কুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।

  5. 5

    তারপর ঐ কড়াইয়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে মিক্সিতে বানানো মিশ্রণটা ঢেলে দিতে হবে । অল্প চিনি, স্বাদ অনুসারে নুন দিয়ে মিশ্রণটিকে ফুটতে দিতে হবে ।

  6. 6

    মিশ্রণটা থেকে যখন তেল বেড়িয়ে আসবে, তখন ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে। তারপর গ্যাস কমিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ।

  7. 7

    5-8মিনিট ফুটে গেলে 2-4টে কাঁচালঙ্কা কুচিয়ে দিতে হবে, অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে এবং গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে অসাধারণ লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mohar Hazra
Mohar Hazra @cook_24600975

Similar Recipes