হিং রুই (Hing Rui Recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#ফেব্রুয়ারি২
#রুইমাছেররেসিপি

রুই মাছ বাঙালির রোজকার খাবার। নানা ভাবে রুই মাছ রান্না করা হয়। আমি এখানে আমাদের সবার প্রিয় হিং রুই রেসিপি শেয়ার করছি।

হিং রুই (Hing Rui Recipe in Bengali)

#ফেব্রুয়ারি২
#রুইমাছেররেসিপি

রুই মাছ বাঙালির রোজকার খাবার। নানা ভাবে রুই মাছ রান্না করা হয়। আমি এখানে আমাদের সবার প্রিয় হিং রুই রেসিপি শেয়ার করছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 8 পিসরুই মাছ
  2. 1 চা চামচহলুদ গুঁড়ো
  3. স্বাদ অনুযায়ীনুন
  4. স্বাদ মতলঙ্কা গুঁড়ো
  5. 1টেবিল চামচ চিনি
  6. 7 টিরসুনের কোয়া পাতলা লম্বা করে কাটা
  7. 3 টিমাঝারি সাইজের টমেটো ছোট টুকরো করে কাটা
  8. 2 টিকাঁচা লঙ্কা কুচি
  9. 1 চা চামচহিং
  10. প্রয়োজন মতধনেপাতা কুচি
  11. প্রয়োজন মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    মাছ নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে 20 মিনিট ম্যারিনেট করুন। তারপর সর্ষের তেল গরম করে হালকা করে দুই দিক ভেজে তুলে রাখুন।

  2. 2

    এবার ওই তেলে চিনি দিন। চিনি গোলে গেলে রসুন দিয়ে ভাজুন। এবার টমেটো কুচি দিয়ে ভাজুন।

  3. 3

    এবার কাঁচা লঙ্কা, নুন ও হলুদ মিশিয়ে দিয়ে রান্না করুন। মাখা মাখা হলে 3/4 কাপ জল দিয়ে ঢেকে রান্না করুন। ঝোল ফুটতে শুরু করলে মাছের পিস গুলি দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করুন। এবার মাছ ফ্লিপ করে দিয়ে আরও 3-4 মিনিট রান্না করুন ঢেকে দিয়ে।

  4. 4

    এবার হিং মিশিয়ে দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে গ্যাস অফ করে দিন। ধনেপাতা মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Top Search in

Similar Recipes