সীতাভোগ ও নিখুঁতি(sitabhog and nikhuti recipe in Bengali)

Kuheli Basak
Kuheli Basak @cookwithkuheli
Kolkata

#ডিলাইটফুল ডেজার্ট

সীতাভোগ ও নিখুঁতি(sitabhog and nikhuti recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. সীতাভোগ এর জন্য
  2. 1 কাপছানা
  3. 1/4 কাপবাসমতি চালের গুঁড়ো
  4. নিখুঁতি এর জন্য
  5. 1/4 কাপছানা
  6. 1 চা চামচগুঁড়ো দুধ
  7. 1/8 চা চামচবেকিং পাউডার
  8. 1/2 চা চামচময়দা
  9. সিরাপ এর জন্য
  10. 1 কাপচিনি
  11. 1 কাপজল
  12. 2টি লবঙ্গ
  13. 2 টুকরোদারুচিনি
  14. পরিমাণ মত ভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সীতাভোগ এর জন্য ছানা ও বাসমতি চালের গুড়ি ভালোভাবে মেখে নিতে হবে।

  2. 2

    এবার দুটি ভিজে কাপড় দিয়ে তিরিশ মিনিট ঢেকে রাখতে হবে।

  3. 3

    নিখুঁতি এর জন্য ছানা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার ও ময়দা ভালোভাবে মিশিয়ে হাতের তালু দিয়ে মসৃণ করে মথে নিতে হবে।

  4. 4

    এবার মাখা ছানা থেকে ছোট ছোট নিখুঁতি বানিয়ে নিতে হবে।

  5. 5

    কড়াইয়ে অনেকটা তেল দিয়ে আচ কমিয়ে নিখুঁতি গুলো গুলো ছেরে দিতে হবে।

  6. 6

    অন্যদিকে একটি পাত্রে চিনি ও জল দিয়ে সিরা বানাতে হবে। এতে দারুচিনি ও লবঙ্গ দিয়ে ভালো করে ফোটাতে হবে।

  7. 7

    নিখুঁতি লাল করে ভেজে তুলে ফুটন্ত চিনির শিরায় দিয়ে 5 মিনিট ফোটাতে হবে।

  8. 8

    এবার সীতাভোগ এর মন্ড থেকে একটুখানি নিয়ে কড়াইয়ের তেলের উপর একটি বড় স্টিলের ছাকনি রেখে তার উপর গ্রেটার দিয়ে মন্ডটি গ্রেট করে ওই ছাকনির উপর ফেলতে হবে।

  9. 9

    কম আচে কয়েক সেকেন্ড ভেজে তুলে তেল ঝরিয়ে চিনির শিরায় দিয়ে দিতে হবে। এভাবে পুরো মন্ডটি থেকে সীতাভোগ ভাজতে হবে।

  10. 10

    30 মিনিট এভাবে সিরায় ডুবিয়ে রেখে ছাকনি দিয়ে রস ঝরিয়ে তুলে পরিবেশন করতে হবে মজাদার সীতাভোগ ও নিখুঁতি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kuheli Basak
Kuheli Basak @cookwithkuheli
Kolkata
love to cook and learn different innovative recipes...
আরও পড়ুন

Similar Recipes