কচু পাতায় ভাপা চিংড়ি (kochu patay bhapa chingri recipe in Bengali)

Mousumi Debnath
Mousumi Debnath @cook_24692177

#fish
#sups
#myfirstrecipe

রোজকার কর্মব্যস্ত জীবনে চটজলদি রান্নায় অভ্যস্ত আমরা। তার ফাঁকেই পুরোনো দিনের হারিয়ে যাওয়া কিছু কিছু রান্না করতে বেশ ভালোই লাগে আমার। সেরকম ই একটা রেসিপি শেয়ার করছি সবার সাথে।

কচু পাতায় ভাপা চিংড়ি (kochu patay bhapa chingri recipe in Bengali)

#fish
#sups
#myfirstrecipe

রোজকার কর্মব্যস্ত জীবনে চটজলদি রান্নায় অভ্যস্ত আমরা। তার ফাঁকেই পুরোনো দিনের হারিয়ে যাওয়া কিছু কিছু রান্না করতে বেশ ভালোই লাগে আমার। সেরকম ই একটা রেসিপি শেয়ার করছি সবার সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪৫ মিনিট
৩-৪ জন
  1. ৩০০গ্রামচিংড়ি মাছ
  2. প্রয়োজন অনুযায়ীদুধ কচু পাতা - (বড়ো হলে ৩ টে মতো, ছোটো হলে ৬-৭ টা মতো)
  3. ২ টেবিল চামচপোস্ত
  4. ১.৫ টেবিল =চামচসরষে
  5. ৩ টেবিল চামচনারকেল কোরা
  6. ৫-৬ টাকাঁচা লঙ্কা
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. ২ চা চামচহলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচজিরে গুঁড়ো
  10. -৩ টেবিল চামচসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪৫ মিনিট
  1. 1

    চিংড়ি মাছ ভালো করে ধুয়ে সামান্য নুন হলুদ মাখিয়ে কিছু ক্ষণ রেখে দিতে হবে। কচু পাতা গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া একসাথে ভালো করে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    এবারে একটা পাত্রে চিংড়ি মাছ আর পেস্ট করা সরষে - পোস্ত - নারকেল বাটার সঙ্গে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সরষের তেল সব একসাথে দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    কচু পাতায় সামান্য সরষের তেল মাখিয়ে নিয়ে তাতে চিংড়ি মাছের এই মিশ্রণটা ঢেলে সাথে কটা চেরা কাঁচালঙ্কা দিয়ে পাতা টা মুড়ে দিতে হবে। আর সঙ্গে বাকি পাতা গুলোও মুড়ে দিতে হবে আর একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে।

  4. 4

    এবারে একটা স্টিমারে জল গরম করে তাতে এটা রেখে মিডিয়াম আঁচে ৩০ থেকে ৪৫ মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। (আমি যে কচু পাতাগুলো বাজার থেকে এনেছিলাম, সেগুলো কিছুটা ফাটা ছিল। তাই মশলা যাতে বাইরে বেরিয়ে না আসে, সেইজন্য কচু পাতার মোরোক টা অ্যালুমিনিয়াম ফয়েল এ মুড়ে ভাপিয়েছি। এতে স্বাদের কোনো বদল হয়না।)

  5. 5

    ভাপানো হয়ে গেলে ৫ -১০মিনিট স্ট্যান্ডিং টাইম দিন। তারপর সুতোটা ফেলে দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন কচু পাতায় ভাপা চিংড়ি মাছ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Debnath
Mousumi Debnath @cook_24692177

Similar Recipes