মুসুর ডালের চপ (masoor dal chop recipe in Bengali)

Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

বৃষ্টির দিনে তেলে ভাজা আর মুড়ির সঙ্গত আমার দারুণ লাগে। আলুর চপ, বেগুনি খেয়ে একঘেয়ে লাগছিল তাই রাঁধলাম মুসুর ডালের চপ।
#নোনতা

মুসুর ডালের চপ (masoor dal chop recipe in Bengali)

বৃষ্টির দিনে তেলে ভাজা আর মুড়ির সঙ্গত আমার দারুণ লাগে। আলুর চপ, বেগুনি খেয়ে একঘেয়ে লাগছিল তাই রাঁধলাম মুসুর ডালের চপ।
#নোনতা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪জন
  1. ১কাপমুসুর ডাল
  2. ২টো পেঁয়াজ কুচি করা
  3. ২টেবিলচামচরসুন কুচি
  4. ৪/৫টারসুনের কোয়া
  5. ৬/৭টাকাঁচা লঙ্কা
  6. ২চা চামচগ্রেট করা আদা
  7. ১চিমটেকালোজিরে
  8. স্বাদমতোনুন
  9. ১চা চামচহলুদ
  10. ১চা চামচচিনি
  11. ২কাপসাদাতেল
  12. ১চা চামচআমচুর পাউডার
  13. ১চা চামচকসৌরি মেথি
  14. প্রয়োজন মতমুড়ি পরিবেশনের জন্য

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    ১ঘন্টা পর কয়েকটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল আধবাটা করে নিতে হবে। অর্থাৎ ডাল মসৃণ করে বাটা যাবেনা।

  3. 3

    এবার এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গ্রেট করা আদা, কালোজিরে, স্বাদমতো নুন, হলুদ, চিনি দিয়ে মেখে নিতে হবে।

  4. 4

    ৫মিনিট ঢেকে রেখে আমচুর পাউডার আর কসৌরি মেথি মিশিয়ে আরো ৫মিনিট ঢেকে রাখতে হবে।

  5. 5

    এবার কড়াইতে সাদাতেল গরম করতে হবে। আর হাত দিয়ে একটু বড় বড় গোল করে ডালের মিশ্রণ ছেড়ে দিতে হবে।

  6. 6

    একপিঠ সুন্দর ভাজা হলে অপর পিঠ উল্টে দিতে হবে।

  7. 7

    বাদামি হয়ে এলে তেল থেকে তুলে মুরির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

Similar Recipes