মটকা কুলফি (Motka kulfi recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#মিষ্টি

গরমের দিনে দুপুরে খাবার পরে বা রাত্রের খাবার খাওয়ার পর এই মটকা কুলফি টা খেতে দারুণ লাগে । মিষ্টি মুখ ও হয় সঙ্গে ঠান্ডা খেয়ে প্রাণ টাও জুড়িয়ে যায় ।

মটকা কুলফি (Motka kulfi recipe in Bengali)

#মিষ্টি

গরমের দিনে দুপুরে খাবার পরে বা রাত্রের খাবার খাওয়ার পর এই মটকা কুলফি টা খেতে দারুণ লাগে । মিষ্টি মুখ ও হয় সঙ্গে ঠান্ডা খেয়ে প্রাণ টাও জুড়িয়ে যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 লিটারগরুর দুধ
  2. 2টেবিল চামচ চিনি
  3. 2টো ছোট এলাচ
  4. 1চিমটি লবণ
  5. পরিমাণ মতোড্রাই ফ্রুটস (নিজের ইচ্ছে মতোআমি কাজু, কিসমিস ও পেস্তা নিয়েছি ।)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    গ্যাস এ দুধ টা জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে ।

  2. 2

    দুধের মধ্যে ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ।

  3. 3

    তার পর চিনি টাও দিয়ে দিতে হবে ।আর নারতে হবে অনবরত যেন তলায় পুরে না যায় ।

  4. 4

    তার পর দুধ টা যখন একদম ঘন হয়ে যাবে তখন এক চুটকি লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে তাতে মিষ্টির ব্যালেন্স টা ঠিক হয় । তার পর নামিয়ে নিতে হবে।

  5. 5

    তার পর যে পাত্রে জমাবো সেই পাত্রে ঢেলে নিয়ে ওপরে কিছু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে ঢাকা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 4-5 ঘন্টা তাহলেই রেডি মটকা কুলফি ।

  6. 6

    তার পর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন । অসাধারণ স্বাদের মটকা কুলফি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes