ম্যাঙ্গো মালাই কুলফি (mango malai kulfi in Bengali)

Riya Samadder
Riya Samadder @cook_20259284

#মিষ্টি
নিঃসন্দেহে কুলফি একটি স্টিকিতে ভারতের সেরা #মিষ্টি মিষ্টি। এটি ক্লাসিক, ক্রিমযুক্ত, ডিম বিহীন ভারতীয় আইসক্রিমটি বহু শতাব্দী পুরানো। তাই দেরি না করে আমার mango malai kulfi রেসিপিটি দেখুন।

ম্যাঙ্গো মালাই কুলফি (mango malai kulfi in Bengali)

#মিষ্টি
নিঃসন্দেহে কুলফি একটি স্টিকিতে ভারতের সেরা #মিষ্টি মিষ্টি। এটি ক্লাসিক, ক্রিমযুক্ত, ডিম বিহীন ভারতীয় আইসক্রিমটি বহু শতাব্দী পুরানো। তাই দেরি না করে আমার mango malai kulfi রেসিপিটি দেখুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 4 কাপ দুধ
  2. 1 কাপচিনি
  3. 2টেবিল চামচ কাটা বাদাম আমি পেস্তা এবং কাজু
  4. ১/২ চা চামচ এলাচের গুঁড়ো
  5. 1.5টেবিল চামচ কর্নস্টার্চ ঠান্ডা দুধে গুলে রাখা
  6. 1 কাপআমের পাল্প

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সমস্ত উপকরণ এক সঙ্গে করে নিজের হাতের কাছে রাখুন।এবার একটি ননস্টিক কড়াইয়ে গরনকরেধুধ ঢেলে দিন ফুটতে দিন মাঝারি আঁচে।

  2. 2

    এবার চিনি মিশিয়ে নিন। কাটা বাদাম যোগ করুন এবং মিশ্রণ।
    দুধ 20 মিনিটের জন্য অল্প আঁচে ফুটান। ততক্ষণ পর্যন্ত ফুটান যতক্ষণ দুধ ঘন হোয়ে না যায়ে।এবার 2 টি এলাচ গুঁড়ো করে দিয়ে দিন ও মিশিয়ে নিন।

  3. 3

    এবার কর্নস্টার্চ জল বা দুধের সাথে মেশান। ফুটন্ত দুধে কর্নস্টার্চ যোগ করার পরে দুধ আরও 5 মিনিট ফুটতে দিন ও নাড়তে থাকুন। এটি যথেষ্ট ঘন হবে। ছবিটি দেখুন।

  4. 4

    গ্যাস থেকে কড়াই টি সরান এবং তারপরে দুধটি পুরোপুরি ঠান্ডা হতে দিন। একবার ঠান্ডা হয়ে গেলে আমের পিউরি যুক্ত করুন।দুধের মিশ্রণটি আমের মিশ্রণটি ভাল করে মিক্স হওয়া পর্যন্ত মেশান।

  5. 5

    এবার ছোটো বাটি বা ফুলফী মোল্ড এ ঢেলে অ্যাল্যুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে এক রাত জন্য ফ্রিজ রেখে দিন।কুলফি জমে গেলে বের করে চাকু বা সামান্য গরম জলে বাটি গুলো রেখে দিন আপনার মাঙ্গো কুলফি সহজে বেরিয়ে আসবে ওপর থেকে মালাই দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Riya Samadder
Riya Samadder @cook_20259284
রান্না করতে ভালো বাসি
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Similar Recipes