কুমড়োর ছক্কা (Kumror chokka recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_24314748
দমদম

ছোলা বাদাম দিয়ে তৈরি এই পদটি দারুণ লাগে। সকালের জলখাবার অথবা ডিনারে রুটির সাথে জমে যায় একদম।

কুমড়োর ছক্কা (Kumror chokka recipe in Bengali)

ছোলা বাদাম দিয়ে তৈরি এই পদটি দারুণ লাগে। সকালের জলখাবার অথবা ডিনারে রুটির সাথে জমে যায় একদম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25-30 মিনিট
4 জন
  1. 350 গ্রামমিষ্টি কুমড়ো
  2. 3টে বড়ো আলু
  3. 1টা বড়ো বেগুন
  4. 50 গ্রামভেজানো ছোলা
  5. 15টা কাঁচা বাদাম
  6. 2টো তেজপাতা
  7. 1/2টেবিল চামচ পাঁচফোড়ন
  8. 5/6টা কাঁচা লঙ্কা চেরা
  9. স্বাদ মতোলবণ
  10. 1টেবিল চামচ হলুদ
  11. 1টেবিল চামচ জিরে গুঁড়ো
  12. 1 চা চামচচিনি
  13. 1টেবিল চামচ ঘি
  14. প্রয়োজন মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

25-30 মিনিট
  1. 1

    প্রথমে সব সবজি গুলোকে ছোটো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে বাদাম গুলো ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    এবার ওই তেলেই তেজপাতা, পাঁচফোরন,কাঁচা লঙ্কা দিয়ে সব সবজি গুলো, সারা রাত ভেজানো ছোলা,লবণ দিয়ে ঢাকা দিতে হবে কিছুক্ষণ।

  4. 4

    এবার হলুদ, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষানো হলে জল দিয়ে ঢাকা দিতে হবে।

  5. 5

    জল শুকিয়ে সবজি সিদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে নাড়াচাড়া করে ঘি আর বাদাম ভাজা ছড়িয়ে নামিয়ে রুটি /পরোটার সাথে পরিবেশন করতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_24314748
দমদম
রান্না আমার শখ
আরও পড়ুন

Similar Recipes