কুমড়োর ছক্কা

পিয়াসী
পিয়াসী @Piyasisi
India

#লাউ এবং কুমড়োর রেসিপি বাঙালি দের লুচির সাথে এই কুমড়োর ছক্কা খুব প্রিয় একটি খাবার পুজো পার্বণে নিরামিষ এর দিন ভাত লুচি বা খিচুড়ির সাথে বানিয়ে নিতে পারেন এই নিরামিষ সুস্বাদু পদ টি

কুমড়োর ছক্কা

#লাউ এবং কুমড়োর রেসিপি বাঙালি দের লুচির সাথে এই কুমড়োর ছক্কা খুব প্রিয় একটি খাবার পুজো পার্বণে নিরামিষ এর দিন ভাত লুচি বা খিচুড়ির সাথে বানিয়ে নিতে পারেন এই নিরামিষ সুস্বাদু পদ টি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 সারভিংস
  1. 400 গ্রামলাল কুমড়ো ডুমো করে কাটা
  2. 2টি আলু ডুমো করে কাটা
  3. স্বাদ অনুযায়ী নুন
  4. 1/2 কাপ সর্ষের তেল
  5. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  6. 2টি গোটা শুকনো লংকা
  7. 1চা চামচ পাঁচফোড়ন
  8. 1টেবিল চামচ আদা বাটা
  9. 1টি তেজপাতা
  10. 1/2 কাপ নারকেল কোরা
  11. 25 গ্রামচিনে বাদাম ভেজে আধভাঙা করে নেওয়া
  12. 1চা চামচ চিনি
  13. 1চা চামচ ঘি
  14. 1 চিমটিহিং
  15. 1টি কাঁচালংকা চেরা
  16. 1/2 চা চামচ শুকনো লংকা গুঁড়ো
  17. 1 চা চামচজিরে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    কড়াইয়ে তেল দিয়ে গরম হলে কুমড়োর গুলি দিয়ে হালকা ভেজে নিয়ে তুলে রাখুন আলু গুলি ও ভেজে তুলে রাখুন

  2. 2

    এরপর ঐ তেলে তেজপাতা শুকনো লংকা পাঁচফোড়ন দিয়ে একটি বাটিতে আদা বাটা হলুদ গুড়ো লংকা গুড়ো হিং পরিমানমতো নুন চিনি জিরে গুড়ো সমস্ত কিছু দিয়ে একসঙ্গে জল দিয়ে গুলে রাখা মশলা টি কড়াইয়ে দিয়ে দিন এবং ভালো করে কষিয়ে নিন মশলা কষে নিয়ে এবার নারকেল কোরা দিয়ে দিন একটু নেড়ে নিন এবার ভেজে রাখা কুমড়ো আর আলু দিয়ে আধভাঙা বাদাম দিয়ে দিন(বাদাম এর পরিবর্তে কাঁচা ছোলা ও দিতে পারেন)

  3. 3

    এবার ভালো করে নেড়ে নিন পরিমানমতো জল দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিন,সেদ্ধ হলে উপর থেকে ঘি ও কাঁচালংকা চেরা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গরম ভাত লুচি খিচুড়ির সাথে পরিবেশন করুন ট্রাডিশনাল কুমড়োর ছক্কা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
পিয়াসী
India
https://youtube.com/channel/UCgYUMIKjwAcC2uPwHU7RP8g
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes