কুমড়োর ছক্কা (Kumror chhoka recipe in bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

cookpadbangla
আমি ও আমার পরিবারের সকলেই এই রেসিপিটি ভালো বাসে।আর কুমড়ো সবজি টির নানাবিধ গুন আছে।কিন্তু অনেকেই খেতে চায় না।এভাবে বানালে সকলের ই ভালো লাগবে।

কুমড়োর ছক্কা (Kumror chhoka recipe in bengali)

cookpadbangla
আমি ও আমার পরিবারের সকলেই এই রেসিপিটি ভালো বাসে।আর কুমড়ো সবজি টির নানাবিধ গুন আছে।কিন্তু অনেকেই খেতে চায় না।এভাবে বানালে সকলের ই ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট।
৪ জন।
  1. ৫০০ গ্রাম মিষ্টি কুমড়ো
  2. ২ টি বড়ো আলু
  3. ১০০ গ্রাম ছোলা ভেজানো
  4. ২ টি তেজপাতা
  5. ২ টি শুকনো লঙ্কা
  6. ১ চা চামচ গোটা সাদা জীরে
  7. ১ চা চামচ চিনি
  8. ১ চা চামচ করে জিরে ও ধনের গুঁড়ো
  9. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  11. ৪ চা চামচ সর্ষের তেল
  12. 1/2 চা চামচপাঁচফোড়ন
  13. স্বাদমতোনুন
  14. পরিমাণ মতো জল
  15. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  16. ১ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট।
  1. 1

    প্রথমে আলু,কুমড়ো ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে আর ছোলা ভেজানো গুলো ধুয়ে পাত্রে সাজিয়ে নিতে হবে।

  2. 2

    গ্যাস জ্বালিয়ে করাই বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম হলে জীরে,তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা হাতে নেড়ে নিয়ে আলু ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে,কুমড়ো দিয়ে দিতে হবে ও তার সাথে ভেজানো ছোলা দিয়ে গ্যাস কমিয়ে চাপা দিয়ে,একটু নরম হয়ে আসলে গুঁড়ো মসলা সব দিয়ে,খুব ভালো করে কষাতে হবে।

  3. 3

    এবার পরিমান মতো জল দিয়ে চাপা দিয়ে রাখতে হবে।সব সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে নামিয়ে নিতে হবে,আর ঠিক নামানোর আগে এক চামচ ঘি ও গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতেহবে।ব্যাস রেডি হয়ে গেলো,এবার ১০ মিনিট স্ট্যান্ডিং পসিশনে রেখে প্লেটিং করে পরিবেশ করতে হবে।আমি লুচির সাথে পরিবেশন করেছি,আপনারা রুটি,লুচি,পরোটা যার সাথে খুশি পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

মন্তব্যগুলি

Similar Recipes