কুমড়োর ছক্কা (kumror chokka recipe in Bengali)

Rakhi Roy
Rakhi Roy @cook_18785631

কুমড়োর ছক্কা (kumror chokka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2.50 গ্রামপাকা মিষ্টি কুমড়ো
  2. 2টো মাঝারি মাপের আলু
  3. 1টা পেঁয়াজ
  4. 4কোয়া রসুন
  5. 2টো কাঁচালঙ্কা
  6. 1টা টমেটো
  7. 1/2 কাপভিজানো ছোলা
  8. 1/2মালা নারকেল কুচি
  9. 3টেবিল চামচ কাজুবাদাম কুচি
  10. 1টেবিল চামচ আদা বাটা
  11. 1টেবিল চামচ জিরে গুঁড়ো
  12. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  13. 1টেবিল চামচ তড়কা মসলা
  14. 1চা চামচ গরম মসলা
  15. 1টেবিল চামচ ঘি
  16. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  17. 1টা শুকনো লঙ্কা
  18. 1টা তেজপাতা
  19. 1চা চামচ পাঁচফোড়ন
  20. 3টেবিল চামচসর্ষের তেল
  21. স্বাদনুযায়ী লবন ও মিষ্টি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কুমড়ো আলু ডুমো ডুমো করে কেটে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ।টমেটো, পেঁয়াজ,কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিতে হবে। নারকেল কুচি করে কেটে নিতে হবে। আদা রসুন বেটে নিতে হবে।

  2. 2

    এবার উনুনে কড়াই বসিয়ে কড়া একটু গরম হলে কড়াই এ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তেলের মধ্যে তেজপাতা,শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ।এবার নারকেল কুচি গুলো দিয়ে একটু ভাজা ভাজা হতে দিতে হবে

  3. 3

    এইবার পেঁয়াজকুচি আদা রসুনের পেস্ট কাজুবাদাম কুচি ছোলা ও সমস্ত মসলা দিয়ে ভালো করে মসলা কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিতে হবে ।জল শুকিয়ে এলে আলু কুমড়ো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভাল করে মশলা গুলো কুমড়ো আলুতে মাখিয়ে দিতে হবে ।বেশ কিছুক্ষণ তরকারি কষাতে হবে

  4. 4

    ভালো করে কষানো হয়ে গেলে কিছু জল দিয়ে তরকারিতে একটা ঢাকা। দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে

  5. 5

    তরকারিটা সিদ্ধ হয়ে গেলে জল শুকিয়ে আসবে,যখন একদম শুকনো হয়ে যাবে তখন উনুনবন্ধ করে দিয়ে উপর থেকে ঘি,গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি,তরকা মসলা,নারকেল গ্রেট করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে ।কিছুক্ষণ পর গরম গরম রুটির সাথে পরিবেশন করতে হবে কুমড়োর ছক্কা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rakhi Roy
Rakhi Roy @cook_18785631

মন্তব্যগুলি

Similar Recipes