কুমড়োর ছক্কা (Kumror chokka recipe in bengali)

Shampa Banerjee
Shampa Banerjee @Parboni
Barasat

#GA4
#Week11
আগেকার দিনে বিয়েবাড়িতে লুচি আর কুমড়োর ছক্কা অবশ্যই হত। এখন জলখাবারে এটি সবার খুবই পছন্দের।

কুমড়োর ছক্কা (Kumror chokka recipe in bengali)

#GA4
#Week11
আগেকার দিনে বিয়েবাড়িতে লুচি আর কুমড়োর ছক্কা অবশ্যই হত। এখন জলখাবারে এটি সবার খুবই পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ সারভিংস
  1. ৩০০ গ্রাম কুমড়ো
  2. ১ টা বড় আলু
  3. ১/৪ কাপ ছোলা
  4. ২ টেবিল চামচ সর্ষের তেল
  5. ১ টা তেজপাতা
  6. ১ টা শুকনো লঙ্কা
  7. ১/৪ চা চামচ পাঁচফোড়ন
  8. ১ টেবিল চামচ আদা বাটা
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১ চিমটি হিং
  13. ২ টো কাঁচা লঙ্কা
  14. ১/২ চা চামচ নুন
  15. ১ টেবিল চামচ চিনি
  16. ২ টেবিল চামচ নারকেল কোরা
  17. ১/২ চা চামচ ভাজা মশলা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কুমড়ো কেটে নিন। আলু কেটে নিন। নুন হলুদ মাখিয়ে রেখে দিন।

  2. 2

    একটা বাটিতে আদা, জিরে, হিং, হলুদ, লঙ্কা গুঁড়ো নিন। ২ টেবিল চামচ জল মিশিয়ে বাটা বশলার মত মিশিয়ে নিন। ছোলা ভিজিয়ে রাখুন। ছোলা সেদ্ধ করে নিন।

  3. 3

    কড়াইতে তেল দিন। তেজপাতা শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিন। আলু দিয়ে ভাজুন। আলু লাল হয়ে গেলে কুমড়ো দিন। ৩ মিনিট ভাজুন। ছোলা দিন ১ মিনিট ভাজুন।

  4. 4

    মশলা দিন। কাঁচা লঙ্কা দিন। নুন দিন। অল্প জল দিন। অল্প আঁচে কষিয়ে নিন। ১ কাপ জল দিন। নারকেল কোরা দিন। ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করুন।

  5. 5

    আলু, কুমড়ো সেদ্ধ হয়ে গেলে চিনি দিন। নুন দেখে নিন। ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিন। গরম লুচির সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shampa Banerjee
Barasat
Cooking is passion
আরও পড়ুন

Similar Recipes