চিকেন মালাই টিক্কা(chicken malai tikka recipe in bengali)

Papiya Ray
Papiya Ray @cook_19491722

#চিকেন
#রন্ধনে বাঙালি

চিকেন মালাই টিক্কা(chicken malai tikka recipe in bengali)

#চিকেন
#রন্ধনে বাঙালি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
6জন
  1. 750 গ্রামহাড় ছাড়ান চিকেন
  2. 1.5 চামচরসুন বাটা
  3. 1 চামচআদা বাটা
  4. 1 কাপফেটানো টক দই
  5. 1 কাপফ্রেশ ক্রিম
  6. 4 চা চামচবাটার / মাখন
  7. স্বাদ মতো নুন
  8. 1 টুকরোমাঝারি চারকোল

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    চিকেন টা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি।

  2. 2

    আদা রসুন পেষ্ট করে নিয়েছি ও টক দই টা কে ভালো করে ফেটিয়ে নিয়েছি।

  3. 3

    আদা,রসুন,টক দই,ক্রিম ও নুন আর গোল মরিচ গুড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি 3ঘন্টা।

  4. 4

    3ঘণ্টা ম্যারিনেট করে রাখার পর স্টিকের মধ্যে চিকেন পিস গুলো ভরে নিয়েছি।

  5. 5

    নন স্টিক তাওয়া তে বাটার ব্রাশ করে স্টিক গুলো রেখেছি ও ডেকে দিয়েছি।

  6. 6

    কিছুক্ষণ পর আরেক টা পাশ উল্টিয়ে ডেকে দিয়েছি।

  7. 7

    চারকোলটা কে গ্যাসে পুড়িয়ে 1টা বাটির মধ্যে বাটার ডেলে তাওয়ার মধ্যে রেখে ডেকে দিয়েছি যাতে স্মোক টা ভেতরে থাকে ও স্মোকি ফ্লেভর টা আসে টিক্কার মধ্যে।

  8. 8

    5মিনিট পর নামিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Ray
Papiya Ray @cook_19491722

Similar Recipes