ক্যাপ্সিকাম পকোড়া (capsicum pakora recipe in Bengali)

Mallika Sarkar
Mallika Sarkar @Iluvcooking__04

#monsoon2020
বর্ষাকালে বাইরে ঝমঝমে বৃষ্টি সন্ধ্যেবেলা ধোঁয়া ওঠা চা এর সাথে ক্যাপ্সিকাম পকোড়া আর মুড়ি ।

ক্যাপ্সিকাম পকোড়া (capsicum pakora recipe in Bengali)

#monsoon2020
বর্ষাকালে বাইরে ঝমঝমে বৃষ্টি সন্ধ্যেবেলা ধোঁয়া ওঠা চা এর সাথে ক্যাপ্সিকাম পকোড়া আর মুড়ি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
তিন জন
  1. 2 টো ক্যাপ্সিকাম
  2. 1/2 কাপ বেসন
  3. 2টেবিল চামচ সুজি
  4. 1/2 চা চামচলেবুর রস
  5. স্বাদমতোনুন,মিষ্টি
  6. 1 চিমটিহলুদ গুঁড়ো
  7. ১/৪চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  8. প্রয়োজন মতজল
  9. 1.5 কাপতেল

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    ক্যাপ্সিকাম গোল করে কেটে নুন,লেবুর রস মেখে রাখতে হবে

  2. 2

    একটা ছড়ানো পাত্রে ব্যাসন,সুজি,নুন,চিনি,লঙ্কা গুঁড়ো, জল সব মিশিয়ে ব্যাটার বানাতে হবে।

  3. 3

    ওভেনে কড়া বসিয়ে তেল দিতে হবে।

  4. 4

    তেল গরম হলে দু চামচ তেল ব্যাসনের ব্যাটারে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এবার ক্যাপ্সিকাম ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে ডিপ ফ্রাই করতে হবে।

  6. 6

    মুড়ি,চা এর সাথে সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mallika Sarkar
Mallika Sarkar @Iluvcooking__04

Similar Recipes