বাসন্তী পোলাও (basanti polau recipe in Bengali)

Gargi Adhikary
Gargi Adhikary @cook_25283737

#Bengalirecipe
#Antara
বাসন্তী পোলাও খুবই জনপ্রিয় একটি বাঙালি রান্না।

বাসন্তী পোলাও (basanti polau recipe in Bengali)

#Bengalirecipe
#Antara
বাসন্তী পোলাও খুবই জনপ্রিয় একটি বাঙালি রান্না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৪৫ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম বাসমতী চাল
  2. ১০ গ্রাম কাজু বাদাম
  3. ১০ গ্রাম কিসমিস
  4. পরিমাণ মতো গোটা গরম মশলা - লবঙ্গ-৪ টি, ছোট এলাচ-৪ টি, দারচিনি-৪ টি
  5. ২ টি বড় এলাচ
  6. ১ টি ১ ইঞ্চ টুকরো জয়িত্রী
  7. ১/২ টুকরো মাঝারি জায়ফল
  8. ২ টি তেজপাতা
  9. ১/২ চা চামচ কেশর
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  12. ৪ টেবিল চামচ দুধ
  13. ৬ টেবিল চামচ ঘি
  14. ১০০ গ্রাম চিনি
  15. স্বাদমত নুন

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৪৫ মিনিট
  1. 1

    বাসমতি চাল ধুয়ে ভালো করে জল ঝড়িয়ে তারপর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখতে হবে ১ ঘন্টা।

  2. 2

    জয়িত্রী ও জায়ফল এক সাথে একটু শুকনো ভেজে নিয়ে তারপর গুঁড়িয়ে নিতে হবে। কেশর দুধে ভিজিয়ে রাখতে হবে।

  3. 3

    তারপর পরিমান মত জল, চিনি ও নুন দিয়ে ঢাকা দিয়ে কম / মাঝারি আঁচে রাখতে হবে।

  4. 4

    ৫ টেবিল চামচ ঘি গরম করে কাজু বাদাম ও কিশমিশ ভেজে তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলা ও গোটা বড় এলাচ দিয়ে একটু নেড়ে নিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখা চালটা দিয়ে মিনিট পাঁচেক ভেজে নিতে হবে।

  5. 5

    চাল সেদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে দুধে ভেজানো কেশর, জয়িত্রী জায়ফল গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ২-৩ মিনিট মাঝারি আঁচে রেখে তারপর বাকি ১ টেবিল চামচ ঘি দিয়ে হালকা করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। বাসন্তী পোলাও রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gargi Adhikary
Gargi Adhikary @cook_25283737

Similar Recipes