বাসন্তী পোলাও (basanti polau recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#ডিনার
#এসো বসো আহারে
বাসন্তী পোলাও নাম টা যেমন সুন্দর খেতে ও ততটাই সুন্দর । অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি চট জলদি একটি সুস্বাদু খাবার ।

বাসন্তী পোলাও (basanti polau recipe in bengali)

#ডিনার
#এসো বসো আহারে
বাসন্তী পোলাও নাম টা যেমন সুন্দর খেতে ও ততটাই সুন্দর । অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি চট জলদি একটি সুস্বাদু খাবার ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০
  1. ৩০০ গ্রাম চাল
  2. ১ চা চামচ হলুদ
  3. ১/২ চা চামচ গরম মশলা
  4. ৩-৪ টা তেজপাতা
  5. ২ টুকরো দারুচিনি
  6. ১ চা চামচ আদা কুচি
  7. ৫-৬ টা লবঙ্গ
  8. ২ টা ছোট এলাচ
  9. ১ টা বড় এলাচ
  10. ৩-৪ চা চামচ ঘি
  11. ১/২ টেবিল চামচ কাজু
  12. ১/২ টেবিল চামচ কিসমিস
  13. ১ চা চামচ চিনি
  14. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

২০
  1. 1

    প্রথমে চাল গুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটা প্লেটে ছড়িয়ে রাখতে হবে ।যত পর্যন্ত জল টা না সুখিয়ে যায় ।

  2. 2

    চাল টা সুখিয়ে গেলে একটা বাউলে ঢেলে দিয়ে ওর মধ্যে হলুদ, গরম মশলা ও ১ চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  3. 3

    তারপর কড়াইতে ঘি দিয়েঘি গরম হলে কাজু ও কিসমিস ভেজে তুলে নিতে হবে ।

  4. 4

    তারপর ওই একি কড়াইতে আরো ১ চা চামচ ঘি দিয়ে ঘি গরম হলে ওর মধ্যে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ ও এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আদা কুচি দিয়ে নাড়াচাড়া করে তারপর মেখে রাখা চাল ঢেলে নুন দিয়ে ২-৩ মিনিট ভেজে নিতে হবে ।

  5. 5

    তারপর সব ভালো করে মিশে গেলে জল দিয়ে কুকারে ২ সিটি মেরে নিতে হবে ।

  6. 6

    তারপর পোলাও টা হলে কুকারের ঢাকনা খুলে ভেজে রাখা ড্রাই ফুড দিয়ে মিশিয়ে আরো ২-৩ মিনিট ঢেকে রাখতে হবে ।

  7. 7

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন । আর নিজের ইচ্ছে মত চিকেন, মটন বা সব্জি দিয়ে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Similar Recipes