লাউ চিংড়ি (lau chingri recipe in Bengali)

Sanjukta Mitra
Sanjukta Mitra @cook_25285377

#Bengalirecipe
#Antara
লাউ চিংড়ি খুবই জনপ্রিয় বাঙালি রান্না। খেতেও খুব সুস্বাদু।

লাউ চিংড়ি (lau chingri recipe in Bengali)

#Bengalirecipe
#Antara
লাউ চিংড়ি খুবই জনপ্রিয় বাঙালি রান্না। খেতেও খুব সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৫ জন
  1. ১টি (৮০০-৯০০ গ্রাম )লাউ
  2. ৫০০ গ্রাম ছোট চিংড়ি মাছ
  3. ১টি মাঝারি টমেটো
  4. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১ চা চামচ গোটা সাদা জিরে
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ৪টি তেজপাতা
  8. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা (৪টি লবঙ্গ, ৪টি ছোট এলাচ, ৪টি দারচিনি)
  9. ২টি গোটা শুকনো লঙ্কা
  10. ১ চা চামচ চিনি
  11. স্বাদমত নুন
  12. ৬ টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    লাউ খোসা ছাড়িয়ে খুব ছোট টুকরো করে কেটে নুন ও পরিমান মত জল দিয়ে সেদ্ধ করে নিন।

  2. 2

    চিংড়ি মাছ খোলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ ও নুন মাখিয়ে রাখুন। টমেটো ছোট টুকরো করে কেটে রাখুন।

  3. 3

    সর্ষের তেল গরম করে প্রথমে চিংড়ি মাছ হালকা ভেজে তুলে নিয়ে তেজপাতা, গোটা গরম মশলা, সাদা জিরে ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিন।

  4. 4

    তারপর আদা বাটা ও টমেটোর টুকরো দিয়ে একটু নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা লাউ দিন। চিনি ও স্বাদমত নুন দিন।

  5. 5

    খুব ভালো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রাখুন কিছুক্ষন।

  6. 6

    জল শুকিয়ে এলে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে ২-৩ মিনিট মাঝারি আঁচে রেখে নামিয়ে নিন।

  7. 7

    গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লাউ চিংড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanjukta Mitra
Sanjukta Mitra @cook_25285377

Similar Recipes