রুই রেজালা (rui rezala recipe in Bengali)

Madhurima Chowdhury
Madhurima Chowdhury @cook_25609581

রুই রেজালা (rui rezala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আধ ঘন্টা
চারজন
  1. ৪ টুকরো রুই মাছ
  2. ৪ চা চামচ সেদ্ধ পেঁয়াজ বাটা
  3. ৪ চা চামচ টক দই
  4. ৪ চা চামচ কাজু পোস্ত বাটা
  5. ২ চা চামচ আদা রসুন বাটা
  6. ১ চা চামচকেওড়ার জল
  7. ১ চা চামচ ঘি
  8. ২ টো সবুজ এলাচ
  9. ২ টো লবঙ্গ
  10. ১ টা তেজপাতা
  11. ১টিশুকনো লঙ্কা
  12. প্রয়োজন অনুযায়ীঅল্প দারুচিনি
  13. ১ চা চামচসাজিরা
  14. ১ চা চামচ চিনি
  15. ২ চা চামচ ধনে গুঁড়ো
  16. ২ চা চামচকালো গোলমরিচ গুঁড়ো
  17. ২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  18. স্বাদ অনুযায়ীনুন
  19. ৪ চা চামচ সোয়াবিন তেল
  20. ২ টি কাঁচালঙ্কা
  21. ১ কাপ জল
  22. ২ চা চামচ ফ্রেশ ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

আধ ঘন্টা
  1. 1

    প্রথমে মাছ গুলোকে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে ।।

  2. 2

    এবার কড়াইতে সোয়াবিন তেল দিয়ে,তেল গরম হলে মাছ গুলো ভেজে তুলতে হবে।।খুব বেশী কড়া করে ভাজা যাবে না।।

  3. 3

    এবার মাছ গুলোকে আলাদা করে একটি পাত্রে তুলে রাখতে হবে।।

  4. 4

    এবার সেই তেলের মধ্যে তেজপাতা,শুকনো লঙ্কা, সাজিরে, গোটা গরম মশলা দিয়ে নাড়তে হবে কিছুক্ষন।।

  5. 5

    তারপর সেদ্ধ পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে।। বাটা টা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আদা রসুন বাটা দিতে হবে।।

  6. 6

    কিছুক্ষণ নেড়ে কাজু আর পোস্ত বাটা দিতে হবে।। তারপর স্বাদ অনুযায়ী নুন দিতে হবে।।

  7. 7

    তারপর টক দই দিয়ে ভাল করে মিশিয়ে নাড়তে হবে।।

  8. 8

    তারপর এর মধ্যে ধনে গুঁড়ো,কালো গোলমরিচ গুঁড়ো, চিনি মেশাতে হবে।।

  9. 9

    এর পর চেরা কাঁচালঙ্কা দিতে হবে।।

  10. 10

    এর পর এর মধ্যে ভাজা মাছ গুলো দিয়ে দিতে হবে।।

  11. 11

    এবার ভালো করে মাছগুলো মশলার সাথে মিশিয়ে অল্প জল দিয়ে ঢেকে দিতে হবে ১০ মিনিট মতন।।

  12. 12

    তারপর দশ মিনিট পর ঢাকনা খুলে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhurima Chowdhury
Madhurima Chowdhury @cook_25609581

Similar Recipes