ফুলকপির শাহী রেজালা (Fulkopir Shahi Rezala Recipe In Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#LD
লাঞ্চ/ডিনার থীম থেকে বেছে নিয়েছি ফুলকপির শাহী রেজালা। সবাই যাতে খেতে পারে সেই ভেবে পুরোপুরি নিরামিষ পদ টি রান্না করে পোলাও এর সাথে পরিবেশন করেছি।

ফুলকপির শাহী রেজালা (Fulkopir Shahi Rezala Recipe In Bengali)

#LD
লাঞ্চ/ডিনার থীম থেকে বেছে নিয়েছি ফুলকপির শাহী রেজালা। সবাই যাতে খেতে পারে সেই ভেবে পুরোপুরি নিরামিষ পদ টি রান্না করে পোলাও এর সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ১টিফুলকপি
  2. ৩/৪ কাপটক দই
  3. ১০টিকাজু
  4. ১৫টিকিসমিস
  5. ১ টেবিল চামচচারমগজ
  6. ১ টেবিল চামচপোস্ত
  7. ৪ টিলবঙ্গ
  8. ৪ টিছোটো এলাচ
  9. ১ টুকরোদারুচিনি ছোটো
  10. ১টিতেজপাতা
  11. ১টিশুকনো লঙ্কা
  12. ১চা চামচগোটা জিরে
  13. ১চা চামচবিরিয়ানি মসালা
  14. ১ টেবিল চামচঘি
  15. ২ টেবিল চামচসাদা তেল
  16. স্বাদ মতনুন
  17. ১চা চামচগোলাপজল
  18. ১/২কাপজল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    কাজু, কিসমিস, চারমগজ, পোস্ত কিছুক্ষণ হাল্কা গরম জলে ভিজিয়ে বেটে নিতে হবে

  2. 2

    ফুলকপি বড়ো টুকরো করে কেটে জলে পরিষ্কার করে ধুয়ে নুন জলে ফুলকপি ৩/৪ মিনিট ভাপিয়ে নিয়ে ছিদ্র ওয়ালা পাত্রে ঢেলে জল ঝরিয়ে নিতে হবে। তেল ও ঘি একসাথে গরম করে সিদ্ধ ফুলকপির টুকরো হাল্কা লাল করে ভেজে নিতে হবে । বাঁচা তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ৩০ সেকেন্ড ফোড়ন দিতে হবে।

  3. 3

    ফোড়ন এর সাথে বেটে রাখা পেস্ট কড়া তে যোগ করে আঁচ কমিয়ে নাড়াতে হবে যাতে করে কড়ার নীচে না লেগে যায়। ৩/৪ মিনিট নাড়িয়ে ফেটানো টক দই ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যোগ করে নাড়িয়ে কম আঁচে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না মসলা থেকে তেল ছাড়বে। ভাজা ফুলকপির টুকরো মিশিয়ে নাড়িয়ে নিয়ে ১/২ কাপ জল মিশিয়ে মাঝারি আঁচে ৫ মিনিট রেখে গ্যাস বন্ধ করে বিরিয়ানি মসলা ও গোলাপজল ওপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে। পরোটা, পোলাও এর সঙ্গে খুব ভালো লাগে।

  4. 4

    এখন তৈরী ফুলকপির শাহী রেজালা। ইচ্ছামত পরিবেশন করুন পছন্দসই খাবারের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes